এ কী হল পতৌদির ছোট্ট নবাব তৈমুরের?
Updated By: Sep 14, 2017, 03:13 PM IST
ওয়েব ডেস্ক : তারকা সন্তানদের নিয়ে মানুষের আগ্রহের অন্ত নেই। সে শাহরুখ পুত্র আব্রামই হোক কিংবা আমির খানের ছেলে আজাদ। কিংবা শাহিদ কন্যা মিশা। সেলিব্রিটি সন্তানদের নিয়ে ক্যামেরা যেন সব সময় ফ্ল্যাশ করতে শুরু করে। তবে আব্রাম হোক কিংবা সুহানা, তৈমুর আলি খানকে নিয়ে ভক্তরা সব সময় উত্সাহিত।
সইফ-করিনা সন্তানকে নিয়ে বিদেশ ভ্রমনে যান বা অন্য কথাও, পতৌদির ছোট্ট নবাবকে নিয়ে সংবাদমাধ্যমের আগ্রহের অন্ত নেই। সে ইনস্টাগ্রামে হোক কিংবা টুইটারে। আর এবার শাহরুখ-করিনার ফ্যান পেজের তরফে তৈমুরের একটি ছবি শেয়ার করা হয়েছে। যেখানে তৈমুরকে মুখ ভার করেই থাকতে দেখা যাচ্ছে।
তবে তৈমুর যতই মুখ ভার করে থাকুক না কেন, তাকে দেখে ভক্তদের আগ্রহের অন্ত নেই। কিন্তু, এমন কী হল হল, মুখ ভার করেই থাকতে দেখা গেল পতৌদির ছোট্ট নবাবকে।
দেখুন সেই ছবি..