সুশান্তের ''আত্মহত্যার গল্প''এ কান না দিয়ে তদন্তের দাবি করুন, বলছেন শেখর সুমন
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের ময়না তদন্তের রিপোর্টের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন অভিনেতা শেখর সুমনের। পাশাপাশি সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় পুনঃতদন্তের দাবি জানিয়েছেন তিনি।
বুধবার মুম্বই পুলিসের তরফে জানানো হয়, তাঁদের হাতে এসে পৌঁছেছে সুশান্তের ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট। যেখানে আবারও একবার আত্মহত্যার তত্ত্বকেই সামনে আনা হয়েছে। এপ্রসঙ্গেই বৃহস্পতিবার টুইটারে শেখর সুমন লেখেন, ''আমরা সকলেই যুদ্ধরত মনোভাব নিয়ে রয়েছি। এবার আত্মহত্যার তত্ত্ব শুনে আমরা পিছু হটতে রাজি নই। এবার আমরা কোনওভাবেই শুনতে রাজি নই। যা খুশি বলে আশ্বস্ত করা যাবে না।''
আরও পড়ুন-ফেসবুকে মহেশ ভাটের প্রোফাইলে উপচে পড়ছে বাংলায় গালিগালাজ
We all will have to take a more belligerent stand and not be cowered down by the suicide narrative and whitewashed slanted theories.This time we won't listen.This time we won't be convinced.#justiceforSushantforum
— Shekhar Suman (@shekharsuman7) June 25, 2020
বুধবার আরও একটি টুইটে শেখর সুমন লিখেছিলেন, ''এটাই ঘোষণা করা হচ্ছে সুশান্তের মৃত্যু একটা সাধারণ আত্মহত্যার ঘটনা। এটায় কেউ বিশ্বাস করবেন না। আমার সন্দেহ ছিল যে আগে থেকেই সব ঠিক ছিল। আমার অনুরোধ সকলেই পুনঃতদন্তের দাবি তুলুন।''
So it has been declared that Sushant Singh's was plain and simple suicide.Dont fall for that.I suspected this wd happen.The narrative was set from before.Thar's why the forum has become all the more imp.plz raise your voices for a reinvestigation.
— Shekhar Suman (@shekharsuman7) June 25, 2020
প্রসঙ্গত, শুধু শেখর সুমনই নন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই সুশান্ত সিং রাজপুতের ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। এমনকি এই ঘটনায় CBI তদন্তের দাবিও উঠেছে।
আরও পড়ুন-'ডিজিটালে নয়, সুশান্তের শেষ ছবি দিল বেচারা-র বড় পর্দায় মুক্তি চাই' সরব অনুরাগীরা