সুশান্তের আত্মহত্যা : সলমনের প্রাক্তন ম্যানেজার রেশমাকে পুলিসের জিজ্ঞাসাবাদ

৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করে পুলিস 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 11, 2020, 03:03 PM IST
সুশান্তের আত্মহত্যা : সলমনের প্রাক্তন ম্যানেজার রেশমাকে পুলিসের জিজ্ঞাসাবাদ
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সলমন খানের প্রাক্তন ম্যানেজার রেশমা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করল পুলিস। প্রায় ৫ ঘণ্টা ধরে সলমনের প্রাক্তন ম্যানেজার রেশমা জিজ্ঞাসাবাদ করে পুলিস। তবে রেশমাকে কী বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, সে বিষয়ে কিছু জানা যায়নি।

রিপোর্টে প্রকাশ, সলমনের খানের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে অক্ষয় কুমার, আলিয়া ভাটদের সঙ্গে কাজ করেন রেশমা শেঠি। পাশাপাশি বলিউডের অন্যতম ট্যালেন্ট হান্টের প্রধান রেশমা শেঠির সঙ্গে সুশান্ত সিং রাজপুতের কোনও কথা হয় কি না, সে বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল। তবে রেশমা শেট্টি এ বিষয়ে কোনও ধরনের মন্তব্য করেননি।

আরও পড়ুন : 'তুমি কি ভার্জিন?' বাবার মুখে প্রশ্ন শুনে হতবাক অভিনেত্রী-কন্যা

পরিচালক সঞ্জয় লীলা বনশালির পর এবার রেশমা শেট্টিকে জিজ্ঞাসাবাদ করে পুলিস।

এদিকে গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত। তাঁর মৃত্যুর পর এখনও পর্যন্ত ২০ জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে রিয়া চক্রবর্তী, সন্দীপ সিং, শানো শর্মা-রা রয়েছেন।

.