সুশান্তের মৃত্য়ু নিয়ে উঠছে প্রশ্ন, পূর্ণাঙ্গ তদন্তের দাবি চিরাগ পাসওয়ানের
মহারাস্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন চিরাগ
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন। কংগ্রেসর সঞ্জয় নিরুপম, বিজেপির মনোজ তিওয়ারির পর এবার লোক জনশক্তি পার্টির সভাপতি চিরাগ পাসওয়ানও এবার সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করলেন। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কাছে তদন্তের দাবি করেন চিরাগ পাসওয়ান।
আরও পড়ুন : সুশান্তের মৃত্য়ুতে তদন্ত করুক সিবিআই, দাবি বিজেপির মনোজ তিওয়ারির
রিপোর্টে প্রকাশ, মহারাস্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা হয় চিরাগ পাসওয়ানের। সেখানে তিনি দাবি করেন, বলিউডে স্বজনপোষণের বিভিন্ন অভিযোগ প্রকাশ্যে আসছে। ফলে সুশান্ত সিং রাজপুতও কি স্বজনপোষণের শিকার হয়েই চরম সিদ্ধান্ত নেন, সে বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়। পাশাপাশি সুশান্তের মতো আর কোনও অভিনেতা বা অভিনেত্রীকে এই পরিস্থিতির শিকার হতে না হয়, তার জন্যও পূর্ণাঙ্গ তদন্তের দাবি করেন চিরাগ পাসওয়ান।
আরও পড়ুন : প্রাক্তন ম্যানেজার দিশার আত্মহত্যার সঙ্গে যোগ রয়েছে সুশান্তের মৃত্যুর? ঘনাচ্ছে রহস্য
শুধু তাই নয়, সুশান্তের পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ ভাল। তাই পরিবার এবং বিহারের প্রত্যেক মানুষের মতো তিনিও সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত চান বলে দাবি করেন চিরাগ পাসওয়ান।