সুশান্তের নামে মানসিক সচতনতা প্রচারের ফান্ড, একতা কাপুরের উপর চটল অভিনেতার পরিবার
একতা কাপুরকে একহাত নিতে ছাড়েননি সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি।
নিজস্ব প্রতিবেদন : মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা প্রসারে 'পবিত্র রিস্তা ফান্ড' তৈরি করেছেন একতা কাপুর। যে ফান্ডের পোস্টারে রয়েছে সুশান্ত সিং রাজপুতের ছবি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় জোর সমালোচনার মুখে পড়েছেন বালাজি টেলিফিল্মসের কর্ণধার একতা। তাঁকে একহাত নিতে ছাড়েননি সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি।
একটি টুইট পোস্টে সুশান্তের জামাইবাবু লিখেছেন, ''আমি সুশান্তের জামাইবাবু বিশাল কীর্তি এবং ওর দিদি শ্বেতা সিং কীর্তি, কেউই সুশান্তের নাম বানিজ্যিক কারণে ব্যবহারকে সমর্থন করি না। যদি কেউ সুশান্তের নাম ব্যবহার করে কিছু করে তাতে একেবারেই অনুপ্রাণিত হওয়া উচিত নয়। সুশান্তের নাম নিজেদের লাভের জন্য ব্যবহার করা আমাদের পরিবার সমর্থন করে না। ওর নাম ব্যবহার করে যদি অলাভজনক কিছু করতে হয়, তাহলেও ওর বাবার কাজ থেকে অনুমতি নিতে হবে, নচেৎ আইনি চিঠি পাঠানো হবে। মানসিক সচেতনতার প্রচারে সুশান্তের ছবি পোস্টার বয় হিসাবে ব্যবহার করার কোনও প্রয়োজন নেই। যদি কেউ এমন কিছু করে, তাহলে সুশান্তের পরিবারের তরফে আইনি ব্যবস্থা নেওয়া হবে।''
আরও পড়ুন-সুশান্ত মৃত্যুতে CBI তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের রায়ে কী বলল অভিনেতার পরিবার
@shwetasinghkirt and I don’t endorse any commercialization in Sushant’s name. If people are doing anything using Sushant’s name, it should not be motivated by profit.The family has not endorsed any for-profit activity using Sushant’s name. For any non-profit activity in Sushant’s
— vishal kirti (@vikirti) August 18, 2020
এদিকে সুশান্তের ছবি পোস্টার বয় হিসাবে ব্যবহার করে একতা কাপুরের মানসিক সচেতনা প্রচারের উদ্যোগে বেজায় চটেছেন নেটজনতা।
How dare you Ekta Kapoor ?
The proceeding is on process and people like you declared him mentally unstable!
You and your whole gang should check your sanity !!@narendramodi @PMOIndia take back her Padma Shri !!! #SCAssignCBIForSSRCase#ShameOnEktaKapoor pic.twitter.com/adOryyM29G— (Justice for Sushant) (@Shilpi_Flyhigh) August 18, 2020
@republic @shwetasinghkirt Sushant's family should take legal action against Ekta Kapoor for using his name for collecting funds for mental illness.
— SVVM708 (@svvm84) August 19, 2020
#ShameOnEktaKapoor PatheticPropaganda against Sushant&hisfamily in guise of fund. E.kapoorBarbaricBusinessPerson. What else can we expect from someone who throws bananas to needy as charity?Why not start a criminalFund in honour of those who got away with crimesInBollywood?
— Anuja.monuja285 (@monuja285) August 19, 2020
এবিষয়ে সুশান্তের জামাইবাবুর প্রতিক্রিয়ার পর একতা কাপুরের তরফে এখনও মুখ খোলা হয়নি।
আরও পড়ুন-সুশান্ত মৃত্যুর তদন্ত কেন CBI-এর হাতে দেওয়া উচিত, সুপ্রিম কোর্টের ৫টি বড় মন্তব্য