অবসাদ কাটানোর জন্য চিকিতসা চলছিল সুশান্তের!

জোর শোরগোল শুরু হয়েছে বি টাউন জুড়ে 

Edited By: জয়িতা বসু | Updated By: Jun 14, 2020, 04:25 PM IST
অবসাদ কাটানোর জন্য চিকিতসা চলছিল সুশান্তের!

নিজস্ব প্রতিবেদন : ​ব্যান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ। কেদারনাথ অভিনেতার মৃত্যুর পর থেকেই জোর শোরগোল শুরু হয়েছে বি টাউন জুড়ে। কী কারণে সুশান্ত আত্মহত্যা করলেন, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে সুশান্ত অবসাদে ভুগছিলেন বলে খবর। চিকিতসাও চলছিল তাঁর। মৃত্যুর পর সুশান্তের ঘর থেকে অবসাদ কাটানো ওষুধও মিলেছে।

আরও পড়ুন : কেন চলে গেলেন সুশান্ত? ভেঙে পড়লেন অক্ষয়, সোনু, রিতেশরা

অ্যাডিশনাল কমিশনার অফ পুলিস মনোজ শর্মা সুশান্তের ব্যান্দ্রার ফ্ল্যাটে পৌঁছে তাঁর মৃত্যুর খবরে সিলমোহর বসান। তবে সুশান্ত সিং রাজপুতের ঘর থেকে কোনও সুইসাইড নোট এখনও উদ্ধার করা যায়নি বলে খবর। তবে পুলিশ তদন্ত শুরু করেছে বলে পুলিস সূত্র জানা গিয়েছে।

আরও পড়ুন : অঙ্কিতা, কৃতি, সারা, রিয়া, বলিউডে পা রেখেই একের পর এক সম্পর্কে জড়ান সুশান্ত

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর খবর প্রকাশ্যে আসার পর শোকস্তব্ধ বলিউড। অক্ষয় কুমার থেকে সোনু সুদ কিংবা নেহা ধুপিয়া কিংবা রিতেশ দেশমুখ প্রত্যেকে ভেঙে পড়েন অভিনেতার মৃত্যুর খবরে।

.