৮ জুন-১৪ জুন, সুশান্ত-রিয়ার মধ্যে কোনও ফোন বা SMS বিনিময় হয়নি! সামনে এল তথ্য

 এমনকি তাঁরা কেউ কাউকে ফোন করার চেষ্টাও করেননি। কোনও SMS-বিনিময়ও তাঁদের মধ্যে হয়নি। 

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 6, 2020, 09:48 PM IST
৮ জুন-১৪ জুন, সুশান্ত-রিয়ার মধ্যে কোনও ফোন বা SMS বিনিময় হয়নি! সামনে এল তথ্য

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় সম্প্রতি উঠে এল নতুন তথ্য। একটি Zee News-এর তথ্য অনুসারে গত ৮ জুন থেকে ১৪ জুন পর্যন্ত সুশান্ত-রিয়া একে অপরের সঙ্গে ফোনে কথা বলেননি। এমনকি তাঁরা কেউ কাউকে ফোন করার চেষ্টাও করেননি। কোনও SMS-বিনিময়ও তাঁদের মধ্যে হয়নি। 

সম্প্রতি Zee News-এর তরফে সুশান্তের ফোন কল ডিটেলস তুলে ধরা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সুশান্ত ৮ জুন থেকে শুরু করে ১৪ তারিখ অবধি রিয়াকে কোনও ভাবেই ফোনে বা SMS-এ যোগাযোগ করেননি। এমনকি রিয়াও সুশান্তের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি। যদিও কল রেকর্ডে দেখা যাচ্ছে গত ২০ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে রিয়া ও সুশান্তের মধ্য ১৯ বার ফোনে যোগাযোগ হয়েছিল।

আরও পড়ুন-''সুশান্ত ভাইয়া কোনওদিন দরজা বন্ধ করে ঘুমতেন না'', তথ্য ফাঁস করলেন সুশান্তের সহকারী

আরও পড়ুন-মিথ্যা যৌন হেনস্থার অভিযোগে ওঠে, সুশান্ত তখন টানা ৪ দিন ঘুমাতে পারেনি : কুশল জাভেরি

আরও পড়ুন-৮ অগস্ট বিয়ে, তার আগে হয়ে গেল 'বাহুবলী' তারকা রানা দগ্গুবাতির গায়ে হলুদ

প্রসঙ্গত গত ৮ জুন মৃত্যু হয়েছিল দিশা সালিয়ানের। তারপর থেকেই সুশান্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন বলে জানা যায়। এমনকি রিয়াও ৮ তারিখই সুশান্তের ফ্ল্যাট ছেড়ে বের হয়ে যান বলে জানা যায়। ১৩ জুন রাতে সুশান্তের কাছে একটি ফোন আসে রাত ২ টা বেজে ২২ মিনিটে।  তাঁদের মধ্যে প্রায় ৬ মিনিট কয়েক সেকেন্ড কথা হয়। যদিও এই ব্যক্তিটি ঠিক কে? তা প্রকাশ্যে আনা হয়নি।

.