মিথ্যা যৌন হেনস্থার অভিযোগে ওঠে, সুশান্ত তখন টানা ৪ দিন ঘুমাতে পারেনি : কুশল জাভেরি

যে সময় সুশান্তের বিরুদ্ধে #MeToo-র অভিযোগ উঠেছিল, সেসময়কাল নিয়ে মুখ খুলেছেন পরিচালক কুশল জাভেরি।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Aug 6, 2020, 03:30 PM IST
মিথ্যা যৌন হেনস্থার অভিযোগে ওঠে, সুশান্ত তখন টানা ৪ দিন ঘুমাতে পারেনি : কুশল জাভেরি

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের বিরুদ্ধে 'দিল বেচারা' ছবির শ্যুটিংয়ের সময় যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল। যদিও তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ যে ডাহা মিথ্যা তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। এমনকি সঞ্জনা সংঙ্ঘী অর্থাৎ যে সহ অভিনেত্রীর সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ তাঁর বিরুদ্ধে উঠেছিল, তিনিও স্পষ্ট জানান, কোনওরকম আশালীন ব্যবহারই সুশান্ত তাঁর সঙ্গে করেননি। সম্প্রতি, যে সময় সুশান্তের বিরুদ্ধে #MeToo-র অভিযোগ উঠেছিল, সেসময়কাল নিয়ে মুখ খুলেছেন পরিচালক কুশল জাভেরি।

কুশল জাভেরি সোশ্যাল মিডিয়া লিখেছেন, ''আমি ২০১৮-র জুলাই থেকে ২০১৯-এর ফেব্রুয়ারি পর্যন্ত সুশান্তের সঙ্গে ছিলাম। ২০১৮-র #MeToo মুভমেন্টের সময় সবথেকে দুর্বল হয়ে পড়তে দেখেছি সুশান্তকে। সেসময় কিছু সংবাদমাধ্যম, কোনও প্রমাণ ছাড়াই সুশান্তের বিরুদ্ধে যৌন হেনস্থা অভিযোগ এনেছিল। আমরা তখন সঞ্জনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি, তবে ও আমেরিকাতে থাকায় যোগাযোগ করা যাচ্ছিল না। সুশান্ত জানত যে কারা তাঁর বদনাম করছে, তবে কোনও প্রমাণ না থাকায় ফোন করতে পারছিল না। আমার মনে আছে সুশান্ত সেসময় ৪ দিন ঘুমোয় নি, ও সঞ্জনার ফেরার অপেক্ষায় ছিল। অবশেষে ৫দিনের দিন তাঁর বিরুদ্ধে অভিযোগ ভুল প্রমাণিত হল। এটা ওর কাছে যুদ্ধ জয়ের মতো বিষয়।''  

আরও পড়ুন-৮ অগস্ট বিয়ে, তার আগে হয়ে গেল 'বাহুবলী' তারকা রানা দগ্গুবাতির গায়ে হলুদ

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত, সঞ্জনা সুশান্তের বিরুদ্ধে এই অভিযোগ প্রসঙ্গে সেসময় জানান, ''আমি গত কালই আমেরিকা থেকে ফিরেছি। আর এসেই শুনছি কিজি অউর ম্যানি (দিল বেচারা- ছবির আগের নাম) সেটে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। কিন্তু এমন কোনও কিছুই ঘটেনি। এধরনের ভুল তথ্য প্রকাশ বন্ধ হোক।''

পরে 'পিঙ্ক ভিলা'কে দেওয়া সাক্ষৎকারে  সঞ্জনা বলেন, ''এধরনের ঘটনায় শুধু সুশান্তেরই না, আমিও সমস্যায় পড়েছিলাম। তবে আমরা দুজনেই সত্যিটা জানতাম। আমি জানি ও আমাকে কী বলেছিল, বা আমার সঙ্গে কী করেছিল এবং সেটা ও (সুশান্ত) জানে। যখন আমরা শ্যুটিং করছিলাম, তখন দুটো প্রতিবেদন বের হয়। আর তারপরই ভিত্তিহীন খবর। অথচ আমার সঙ্গে কোনও খারাপ ব্যবহার বা অশ্রদ্ধা করা হয়নি।''

.