Misti Jannat | Tama Mirza: 'চেটে চেটে নায়িকা হয়েছে', মিষ্টি জান্নাতের বিরুদ্ধে ১০ কোটির মামলা তমা মির্জার

Misti Jannat vs Shahriar Nazim Joy: দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী তমা মির্জা। এই সব সমস্যার সূত্রপাত উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে মিষ্টি জান্নাতের বাকযুদ্ধ থেকে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমার আইনজীবী।

Updated By: May 23, 2024, 08:44 PM IST
Misti Jannat | Tama Mirza: 'চেটে চেটে নায়িকা হয়েছে', মিষ্টি জান্নাতের বিরুদ্ধে ১০ কোটির মামলা তমা মির্জার

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কয়েক দিন ধরেই আলোচনায় অভিনেত্রী মিষ্টি জান্নাত(Misti Jannat)। বাংলাদেশের জনপ্রিয় উপস্থাপক-অভিনেতা শাহরিয়ার নাজিম জয়কে(Shahriar Nazim Joy) নিয়ে মন্তব্য করে খবরের শিরোনামে তিনি। পাশাপাশি দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী তমা মির্জা(Tama Mirza)। মানহানিকর মন্তব্যের অভিযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। সেইসঙ্গে জনসম্মুখে ক্ষমা চাইতে বলা হয়েছে।  

এই বিষয়ে মিষ্টি জান্নাতের বক্তব্য, ‘উনি (তমা মির্জা) যদি মিথ্যা অভিযোগ আনেন তাহলে অসুবিধা নাই। আমার আইনজীবী আছে। তিনি-ই বিষয়টি নিয়ে কথা বলবেন। আমার বক্তব্যের কোথাও ওনার নাম বলিনি। আমার কাছে সব ডকুমেন্ট আছে। এখন বিভিন্ন ইউটিউবার যদি কেটে কেটে তুলে দেয় সেক্ষেত্রে আমার কী করার আছে। তাকে নিয়ে আমি কিছু বলিনি। তবুও যদি তিনি অভিযোগ আনেন সেক্ষেত্রে আমিও পদক্ষেপ নেব। ’

আরও পড়ুন- Actress Murder: কার ফোন? সন্দেহ স্বামীর, কালভার্টের নীচে উদ্ধার অভিনেত্রীর টুকরো টুকরো দেহ...

মিষ্টি জান্নাত মনে করছেন কারও ইন্ধনে তমা মির্জা তাঁকে আইনি নোটিশ পাঠিয়েছেন। নায়িকার কথায়, ‘তিনি হয়ত কারও ইন্ধন পেয়ে এটা করছেন। আমি নাকি বলেছি চেটে চেটে নায়িকা হয়। এখানে তো আমি তার নাম বলিনি। তাহলে তার সমস্যা হয় কেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল, আমি কেন সিনেমা করি না? জবাবে বলেছি, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি সে কারণে আমাকে সিনেমায় পাওয়া যায় না। এরপর প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে বড় বড় ডিরেক্টর আছে। আপনাকে নিয়ে তারা কেন ছবি করেন না? তখন বলেছি, আমি তো তাদের গার্লফ্রেন্ড কিংবা স্ত্রী না। বিভিন্ন নায়িকারা সিনিয়র জুনিয়রের সঙ্গে থেকে থেকে নায়িকা হয়। সে ক্ষেত্রে আমি কি করব? আমি তো এটা করতে পারব না। এখানে আমার অভিমত ব্যক্ত করেছি। কিন্তু তিনি যদি বিষয়টি নিজের গায়ে নিয়ে নেন তাহলে মনে করব তিনি নিজেও এরকম। ’

কারও ইন্ধনে তমা আইনি নোটিশ পাঠিয়েছেন বলে মনে করছেন জানতে চাইলে মিষ্টি জান্নাত বলেন, ‘তিনি জয় ভাইয়ার ইন্ধনে হয়ত কাজটা করছেন। সমস্যা নেই। ইন্ধন পেয়ে তো লাভ নেই। প্রমাণ দেখাতে হবে সবকিছুর। আপনি একজনকে হেনস্তা করবেন এটা তো হতে পারে না। আমি তো কোথাও তার নাম উল্লেখ করিনি। আমার সিনেমা কেন কম তার উত্তর দিয়েছি। সেটা কি আমি বলব না? মানুষ ভাবছে আমাকে সিনেমায় নেয় না। বিষয়টি সে রকম না। আমার কাছে সিনেমার প্রস্তাব আসে কিন্তু আমি রাজি হই না। সে ব্যাখ্যা কি আমি দিতে পারব না?’ 

আরও পড়ুন- Shah Rukh Khan Health Update: শুধু হিটস্ট্রোক নয়, নিউমোনিয়ায় আক্রান্ত শাহরুখ! ফিরিয়ে আনা হচ্ছে মুম্বইয়ে...

মিষ্টি জান্নাতকে পাঠানো তমার ওই নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী।

নোটিশে বলা হয়, এসব বক্তব্যে দেশের জনগণের কাছে তাঁর সুনাম নষ্ট হয়েছে। এ ধরনের বক্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত হেনেছে। এটি শাস্তিযোগ্য অপরাধ। উদ্দেশ্যে প্রণোদিতভাবে ডিজিটাল মিডিয়ায় এসব মানহানিকর বক্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে। এতে ১০ কোটি টাকার মানহানি হয়েছে।নোটিশ অনুযায়ী সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তী সময়ে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

আরও পড়ুন- Salman Khan House Firing Case: সলমানকে মারতে গিয়ে লকআপে আত্মঘাতী আটক 'কিলার', মামলা থেকে মুক্তি চান ভাইজান

সবশেষে মিষ্টি জান্নাত জানান তিনিও মানহানি মামলা করবেন তমার বিরুদ্ধে। তার কথায়, ‘অবশ্যই আমি মানহানি মামলা করব। তিনি মিথ্যা অভিযোগ এনেছেন। বিষয়টি নিয়ে নিউজ হচ্ছে। আমার মানহানি হচ্ছে। ’

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.