সানিকে এত হট আগে কখনও দেখা যায়নি!

তিনি যাই করেন, যেখানেই যান সেখানেই হইচই ফেলে দেন। পর্ন তারকা থেকে এখন বলিউডের হটেস্ট নায়িকা। খুব কম দিনেই মন জিতে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলিউডের সুপার হট নায়িকা সানি লিওনের কথাই বলা হচ্ছে।

Updated By: Apr 19, 2016, 02:58 PM IST
সানিকে এত হট আগে কখনও দেখা যায়নি!

ওয়েব ডেস্ক: তিনি যাই করেন, যেখানেই যান সেখানেই হইচই ফেলে দেন। পর্ন তারকা থেকে এখন বলিউডের হটেস্ট নায়িকা। খুব কম দিনেই মন জিতে নিয়েছেন লক্ষ লক্ষ মানুষের। হ্যাঁ, ঠিকই ধরেছেন। বলিউডের সুপার হট নায়িকা সানি লিওনের কথাই বলা হচ্ছে।

দেশ বিদেশ জুড়ে তাঁর ভক্তের সংখ্যাটা এখন বেশ লোভনীয়। সোশ্যাল মিডিয়াতেও তাঁর ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। ফ্যানেদেরকে আরও খুশি করতে তিনি সোশ্যাল মিডিয়ায় রোজ নতুন নতুন হটেস্ট ছবি আপলোড করেন। সদ্যই তিনি ফ্যানেদের অনুরোধে ইনস্টাগ্রামে আরও কিছু ছবি আপলোড করলেন। ইনস্টাগ্রামে পোস্ট করা সানি লিওনের হটেস্ট ছবিগুলি আপনাকে মুগ্ধ করবে।

.