গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে এল সানি লিওন কন্যা নিশা

 গতবারের মতোই এবারও সানির বাড়িতে হচ্ছে গণপতি বাপ্পার পুজো।

Updated By: Sep 2, 2019, 05:22 PM IST
গণপতি বাপ্পাকে বাড়ি নিয়ে এল সানি লিওন কন্যা নিশা

নিজস্ব প্রতিবেদন: গত বছরও মেয়ে নিশা কউর ওয়েবারের কথায় বাড়িতে গণপতি বাপ্পাকে এনেছিলেন সানি লিওন। নিশার ইচ্ছেতেই সানি ও ড্যানিয়েলের মুম্বইয়ের বাড়িতে হয়েছিল গণেশ পুজোর সেলিব্রেশন। এবারও তার অন্যথা হচ্ছে না। গতবারের মতোই এবারও সানির বাড়িতে হচ্ছে গণপতি বাপ্পার পুজো।

সোমবার,  গণেশ চতুর্থীর দিন মেয়ে নিশা ও দুই ছেলেকে নিয়ে গণপতি বাপ্পার মূর্তি কিনতে গিয়েছিলেন সানি। এদিন ছোট্ট গণপতির মূর্তি হাতে দেখা গেল ছোট্ট নিশাকে। তার চোখে মুখে খুশির ছাপ স্পষ্ট। বেশ বোঝা গেল গণপতি বাপ্পাকে পেয়ে সে বেশ খুশি। গণপতিকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় পাপারাৎজির অনুরোধে নিশাকে নিয়ে ছবিও তুললেন সানি। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেই ছবি ও ভিডিয়ো...

আরও পড়ুন-এবার সলমনের সঙ্গে দেখা করে গান গাইলেন রানু মণ্ডল

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

Lil Nisha is such a cutie #sunnyleone #ganpatifestival2019 #viralbhayani @viralbhayani

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

 

গত বছরও মেয়ে নিশাকে নিয়ে গণেশ পুজোর সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন সানি।

প্রসঙ্গত, ২০১৭র জুলাই মাসে ২১ মাসের নিশা কউর ওয়েবারকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। এরপরে সারোগেসির মাধ্যমে সানি ও ড্যানিয়েলের জীবনে আসে দুই যমজ পুত্র সন্তান নোয়া এবং আসের।

আরও পড়ুন-কিছু ভুলের ক্ষমা নেই, মা-বাবাও পরিত্যাগ করেছেন, পর্ন ছবিতে অভিনয় ছাড়ার পর বললেন মিয়া

.