বাংলা সিনেমায় সানি লিওন, পরিচালনায় স্বপন সাহা
![বাংলা সিনেমায় সানি লিওন, পরিচালনায় স্বপন সাহা বাংলা সিনেমায় সানি লিওন, পরিচালনায় স্বপন সাহা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/07/27/89761-sunny.jpg)
ওয়েব ডেস্ক: বাংলা ছবিতে এবার সানি লিওন। সানির করিশ্মা দেখতে পাবেন এবার স্বপন সাহার নতুন ছবি সেরা বাঙালিতে। না না নায়িকার ভূমিকায় নয়। এই ছবিতে আইটেম ডান্স করতে দেখা যাবে তাঁকে। মুম্বইয়ে শুটিংয়ে হাজির আমাদের প্রতিনিধি পূজা বসু।
সকাল ১০ টা থেকে শুরু হয়েছে স্বপন সাহার ছবি সেরা বাঙালির শুটিং, তবে তাতে কী, নায়িকার চেহারায় বিন্দুমাত্র ক্লান্তি নেই। আর হবেই বা কী করে, এই ছবি করতে রেমিউনারেশন কত নিয়েছেন জানেন? এক কোটি টাকা। এখনও বেশ কিছু বাংলা ছবির সম্পূর্ণ বাজেট হয় ১ কোটি, সেখানে শুধু আইটেম ডান্সেই এই পরিমাণ অর্থ দিলেন প্রযোজক? ছবির নায়ক নায়িকা নতুন, তাই শুধু সানির উপরই কমসেনট্রেট করেছেন সমগ্র টিম। তাঁর লাস্যময়ী তন্বীর জাদুতে একাই ঘায়েল করতে পারেন সকলকে।
গানটি গেয়েছেন আরমান মালিক ও মমতা শর্মা। সারাদিন পর নাচের শুটিং শেষে ব্যাক আপ ডান্সাররা যখন ক্লান্ত, তখনও ইউনিটের সকলের সঙ্গে খোশমেজাজেই সানি। অবশেষে ধরা দিলেন ক্যামেরায়। সাংবাদিকদের সামনে মেলে ধরলেন তাঁর সদ্য মা হওয়ার অনুভূতির কথা।
চিট ফান্ড নিয়ে ছবি, একজন ব্যবসায়ীর ভূমিকায় অভিনয় করছেন রজতাভ দত্ত। জানালেন তাঁর অভিজ্ঞতাও। (আরও পড়ুন- ‘বাদশাহো’ ছবিতে সানি লিওনেকে কেমন লাগছে দেখেছেন?)