Sudipa Chatterjee: অনুমতি না নিয়েই ব্যবহার করা হচ্ছে নাম-লোগো! পুরীর রেস্তোরাঁর বিরুদ্ধে বিস্ফোরক সুদীপা...

Sudipa Chatterjee: ‘পুরীর এই রেস্তরাঁটির সঙ্গে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নন। এরা বেআইনিভাবে- আমার নাম ও আমার পুরনো রেস্তোরাঁর লোগোও ব্যবহার করছে।’ একাধিক অভিযোগ পেয়ে সোশ্যাল মিডিয়ায় কর্ণধারকে কড়া বার্তা সুদীপা চট্টোপাধ্যায়ের। আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

Updated By: Jul 11, 2023, 05:10 PM IST
Sudipa Chatterjee: অনুমতি না নিয়েই ব্যবহার করা হচ্ছে নাম-লোগো! পুরীর রেস্তোরাঁর বিরুদ্ধে বিস্ফোরক সুদীপা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সুদীপা চট্টোপাধ্যায়(Sudipa Chatterjee) বিপুল জনপ্রিয়তা পেয়েছেন তাঁর কুকারি শো ‘সুদীপার রান্নাঘর’-এর(Sudipar Rannaghar) মাধ্যমে। পরবর্তীকালে সেই নামেই একটি রেস্তরাঁ খোলেন সুদীপা। সেই নামেই একটি রেস্তরাঁ দেখা যায় পুরীতে। বাঙালির অন্যতম পছন্দের শহর পুরী(Puri)। জগন্নাথ দর্শন হোক বা সমুদ্র সৈকতে ভ্রমণ, পুরী সবসময়েই বাঙালির পছ্ন্দের ডেস্টিনেশন। সেখানে একই লোগো ও একই নামের সেই রেস্তরাঁ দেখে অনেকেই মনে করেন তার কর্ণধার সুদীপা চট্টোপাধ্যায়ই। যদিও সুদীপার রেস্তরাঁ বাঙালি খাবারের জন্য পরিচিত হলেও ঐ রেস্তরাঁয় পাওয়া যায় চাইনিজ, ইন্ডিয়ান ও বাঙালি খাবার। এবার সেই রেস্তরাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি সুদীপার।

আরও পড়ুন- Akshay Kumar | Pankaj Tripathi: চরম বিপদে পড়েছেন পঙ্কজ ত্রিপাঠী, বাঁচাতে এগিয়ে এলেন অক্ষয়...

সোশ্যাল মিডিয়ায় সুদীপা লেখেন, ‘পুরীর এই রেস্তরাঁটির সঙ্গে আমার ও আমার পরিবারের কেউ যুক্ত নন। এরা বেআইনিভাবে- আমার নাম ও আমার পুরনো রেস্তরাঁর লোগোও ব্যবহার করছে। দীর্ঘদিন ধরে করছে। আমি প্রথমে ভেবেছিলাম- কিছু বলবো না…কেউ যদি আমার নামকে সম্মান দিয়ে দু-পয়সা রোজগার করে- তা তো ঈশ্বর ওনার জন্য স্থির করে রেখেছেন। আমি আটকাবো কেন? কিন্তু বেশ কিছুদিন ধরে- অনেকের অনেক অভিযোগ আসতে থাকার পর, এই সিদ্ধান্ত নিলাম যে, এটা আর চলতে দেওয়া যায় না। কারন, আগামিদিনে কেউ ওঁদের খাবার খেয়ে অসুস্হ হলে- সে দায় তো আমার ওপরও,খানিকটা বর্তায়?’

আরও পড়ুন- Swastika Mukherjee on Anupam Kher: ‘রবি ঠাকুরের চরিত্রে অভিনয় অনুচিত’, নাম না করেই অনুপমকে বার্তা স্বস্তিকার...

ঐ রেস্তরাঁর কর্ণধারকে কড়া বার্তাও দেন অভিনেত্রী। তিনি লেখেন, ‘আমার ফেসবুকের সকল বন্ধুদের কাছে, আমার বিনীত অনুরোধ, কেউ যদি ওই রেস্তোরাঁর কর্ণধারকে চেনেন- তাহলে, তাঁকে এ বিষয়ে অবগত করে, অবিলম্বে আমার সঙ্গে যোগাযোগ করতে বলুন। নয়তো, আমাকে আইনানুগ ব্যবস্থা নিতে হবে- যা আমার একান্তই অনিচ্ছার। আমি একদমই কোনো ব্যবসায়িক ক্ষতি চাই না। শুধু আমার নাম আর লোগো তাঁরা আমার বিনা অনুমতিক্রমে যেন ব্যবহার না করেন। এই মুহূর্তে কেউ পুরী বেড়াতে গেলে- যদি বন্ধু হিসাবে আমার এটুকু উপকার করেন- তাহলে চিরকৃতজ্ঞ থাকব।’

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.