Srijato-Joy Sarkar-Farzana: ফের একসঙ্গে দুই বাংলার তিন শিল্পী শ্রীজাত-জয়-ফারজানা, প্রকাশিত নতুন গান
শৈশবের পুরনো স্মৃতি, আবেগ ও কাছের মানুষকে আবার কাছে ফিরে পাওয়ার অনুভূতি নিয়েই এই নতুন গান "সোনালি দুপুর"।
নিজস্ব প্রতিবেদন: বাংলা গানের এই সময়ের অন্যতম জনপ্রিয় গীতিকার-সুরকার জুটি শ্রীজাত ও জয় সরকার। তাঁদের জনপ্রিয় গানের তালিকা বেশ দীর্ঘ। এবার তাঁদের সঙ্গে যুক্ত হলেন ওপার বাংলার শিল্পী ফারজানা সিফাত। প্রকাশ পেল নতুন গান 'সোনালি দুপুর'।
গানের মধ্যে কত অনুভূতিই না থাকে! কোনও গানে শৈশব কোনও গানে স্মৃতি কোনও গানে কাছের মানুষকে আবার ফিরে পাওয়া যায়। এই গানে ফিরে পাওয়া গেল সেইসব একসঙ্গে। শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের কথায় জয় সরকারের সঙ্গীত পরিচালনায় বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ফারজানা সিফাত গানটি গেয়েছেন। সৌমজিৎ আদক এর পরিচালনায় গানটির ভিডিওতে দেখা যাবে ফারজানা সিফাত, শিশু শিল্পী রূপদীপ্তা মুখার্জী এবং লিনা মুখার্জিকে।
শৈশবের পুরনো স্মৃতি, আবেগ ও কাছের মানুষকে আবার কাছে ফিরে পাওয়ার অনুভূতি নিয়েই এই নতুন গান "সোনালি দুপুর"। এর আগেও ফারজানা সিফাতের সাথে কাজ করেছেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ও জয় সরকার। এটি তাঁদের একসঙ্গে দ্বিতীয় কাজ। সংগীত পরিচালক জয় সরকার জানান "ফারজানা ফিফাত এর সঙ্গে এটি আমার দ্বিতীয় কাজ। এর আগেও আমাদের কাজ হয়েছে। তবে এবারের গানটা পুরোপুরি আলাদা। ভিন্ন ধরনের স্বাদ পাবে মিউজিক প্রেমীরা। আশা করছি ভালো লাগবে সবার।"