শাড়ি পরেই ফুটবল মাঠে, গোল করে তাক লাগালেন শ্রাবন্তী

শাড়ি পরে কোনও মহিলাকে কখনও ফুটবল খেলতে দেখেছেন? তাও আবার এক শটেই গোল করতে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার শাড়ি পরে, খোলা চুলে দিব্যি ফুটবল খেলে ফেললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

Updated By: Sep 17, 2019, 05:31 PM IST
শাড়ি পরেই ফুটবল মাঠে, গোল করে তাক লাগালেন শ্রাবন্তী

নিজস্ব প্রতিবেদন: শাড়ি পরে কোনও মহিলাকে কখনও ফুটবল খেলতে দেখেছেন? তাও আবার এক শটেই গোল করতে? হ্যাঁ, ঠিকই শুনছেন। এবার শাড়ি পরে, খোলা চুলে দিব্যি ফুটবল খেলে ফেললেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

 তবে শ্রাবন্তী শুধু ফুটবলই খেললেন না, এক শটে গোল করেও সকলকে তাজ্জব বানালেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেই শেয়ার করেছেন অভিনেত্রী। নিজের এই দক্ষতাকে 'ভার্সাটাইলিটি' বলেই উল্লেখ করেছেন অভিনেত্রী। 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

শ্রাবন্তীর এই দক্ষতায় মুগ্ধ নেটিজেনরাও। তাঁরা কেউ লিখেছেন 'বাঙালি মেয়েরা সব পারে'। কেউ আবার লিখেছেন, 'নাইস গোল'।

জানা যাচ্ছে, সম্প্রতি কলকাতার একটি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন নায়িকা। বলাই বাহুল্য, শ্রাবন্তীর গোল দিয়েই শুরু হল সেই ফুটবল টুর্নামেন্টের। শাড়ি পরে অভিনেত্রীর এক শটে এই গোল করার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  

.