Oops! শোকবার্তায় বিনোদ খন্না হয়ে গেলেন রাজেশ খন্না
বিনোদ খন্না আর নেই। রাজ্যের সাংসদের মৃত্যুতে বিধানসভায় শোকবার্তা পড়ছিলেন বিধায়ক। কিন্তু শুরুতেই তাল কাটল। বিনোদ খন্নার জায়গায় শোকবার্তা পাঠ হল 'রাজেশ খন্নার'। শোকপ্রস্তাবের প্রতিলিপিতে দেখা গেল, হেডলাইনে নাম বিনোদ খন্নার হলেও কপিতে লেখা রাজেশ খন্নার নাম।
ওয়েব ডেস্ক : বিনোদ খন্না আর নেই। রাজ্যের সাংসদের মৃত্যুতে বিধানসভায় শোকবার্তা পড়ছিলেন বিধায়ক। কিন্তু শুরুতেই তাল কাটল। বিনোদ খন্নার জায়গায় শোকবার্তা পাঠ হল 'রাজেশ খন্নার'। শোকপ্রস্তাবের প্রতিলিপিতে দেখা গেল, হেডলাইনে নাম বিনোদ খন্নার হলেও কপিতে লেখা রাজেশ খন্নার নাম।
পঞ্জাবের গুরুদাসপুর থেকে সাংসদ ছিলেন বিনোদ খন্না। অনেকেই মনে করছেন, শোকবার্তাটি 'কপি-পেস্ট' করা। যার জেরেই এই নাম বিভ্রাট। রাজেশ খন্নাও ছিলেন সাংসদ। আর দুজনের পদবীও এক।
দীর্ঘদিন ধরে ব্লাডার ক্যান্সারে ভুগছিলেন বিনোদ খন্না। গতকাল মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আরও পড়ুন, এবার থেকে যখন-তখন ফোন করে কাজের খতিয়ান নেবেন মুখ্যমন্ত্রী!