দ্বিতীয়বার প্লাজমা থেরাপি, ফুসফুস সচল রাখার চেষ্টা! কেমন আছেন সৌমিত্র?

স্থিতিশীল সৌমিত্র। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অস্বস্তি রয়েছে, রয়েছে তন্দ্রাভাবও। মাঝে মধ্যে জ্বর আসছে। জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে আজই হতে পারে মস্তিষ্কে MRI। হাসপাতাল সূত্রে খবর, গতরাতে একটু ঘুমিয়েছেন অভিনেতা। 

Reported By: তন্ময় প্রামাণিক | Updated By: Oct 12, 2020, 05:43 PM IST
দ্বিতীয়বার প্লাজমা থেরাপি, ফুসফুস সচল রাখার চেষ্টা! কেমন আছেন সৌমিত্র?
কেমন আছেন সৌমিত্র চট্টোপাধ্যায়?

নিজস্ব প্রতিবেদন: ফেলুদার লড়াই জারি রয়েছে। দ্বিতীয় প্লাজমা থেরাপির পর আপাতত খানিকটা স্থিতিশীল বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। যদিও হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অস্বস্তি রয়েছে, রয়েছে তন্দ্রাভাবও। মাঝে মধ্যে জ্বর আসছে। জানানো হয়েছে, পরিস্থিতি বুঝে আজই হতে পারে মস্তিষ্কে MRI। হাসপাতাল সূত্রে খবর, গতরাতে একটু ঘুমিয়েছেন অভিনেতা। 

আরও পড়ুন:  গত একদিনে করোনা আক্রান্ত-মৃতের সংখ্যায় কলকাতাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা

প্রয়োজনমত অক্সিজেন দিতে হচ্ছে। আপাতত আর তাঁকে প্লাজমা দেওয়া হবে না বলেই জানা গিয়েছে। চিকিৎসকরা বলছেন, মূলত স্নায়ুর চিকিৎসা এই মুহূর্তে জরুরি। পাশাপাশি ফুসফুসকে পূর্ণ মাত্রায় সচল রাখাটাও চ্যালেঞ্জ। আপাতত ১৬ জন চিকিত্সকের কড়া পর্যবেক্ষণে রয়েছেন বর্ষীয়ান অভিনেতা। 

সোমবার সকালে হাসপাতালের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, "দ্বিতীয়বার প্লাজমা থেরাপির পর ভালো আছেন সৌমিত্র। ঘুমিয়েছেন। শরীরে ১০০ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন, অস্থিরতা কমেছে। মস্তিষ্কের MRI করার ব্যবস্থা চলছে।"

.