ওয়েব ডেস্ক: সনিকা মৃত্যু তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সামনে এল, সনিকা-বিক্রমের হাতাহাতির তত্ত্ব। চলন্ত গাড়িতে হাতাহাতির জেরেই কি তবে ঘটে যায় দুর্ঘটনা? উঠছে প্রশ্ন। সূত্রের খবর, গাড়িতে বিক্রম-সনিকার মধ্যে তুমুল বচসা হয়। ঝগড়া শেষপর্যন্ত গড়ায় হাতাহাতি পর্যন্ত। যার জেরে একসময় সিট বেল্ট খুলে যায় সনিকার। সূত্রের খবর, এই সময়েই গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিক্রম। যার জেরে ঘটে দুর্ঘটনা। প্রাণ যায় সনিকার।
এর আগে, পুলিসের ম্যারাথন জেরার মুখে পড়ে ১৮০ ডিগ্রি ভোলবদল করেন বিক্রম চট্টোপাধ্যায়। বললেন, সে রাতের পার্টিতে তিনি মদ খেয়েছিলেন, তবে বেসামাল হয়ে যাননি। এমনটাই খবর পুলিস সূত্রে। (আরও পড়ুন- কেন গ্রেফতার করা হবে না বিক্রমকে? প্রতিবাদের ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতে)
English Title:
Sonika-Vikram were involved in a tussle inside the car before the accident: Claimed by source
News Source:
Home Title:
চলন্ত গাড়িতে সনিকা-বিক্রমের হাতাহাতির জন্যই দুর্ঘটনা : সূত্র
Yes
Is Blog?:
No
Section: