Pilu Bhattacharya: রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত শিল্পী পিলু ভট্টাচার্যের জীবনাবসান
বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন পিলু৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিজস্ব প্রতিবেদন: প্রয়াত সঙ্গীতশিল্পী পিলু ভট্টাচার্য। বেশ কিছুদিন ধরেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন খ্যতনামা এই শিল্পী। তবে বাড়িও ফিরে এসেছিলেন সুস্থ হয়ে। ফেসবুকে লিখেছিলেন, যুদ্ধ শেষে বাড়ি ফেরার কথা। কিন্তু শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাতে আচমকা বুকে ব্যথা অনুভব করেন পিলু৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন সঙ্গীতশিল্পীর ছেলে ঋতর্ষি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে বাবার মৃত্যু সংবাদ। ফেসবুক পোস্টে লেখা, ''আমি ঋতর্ষি ভট্টাচার্য্য, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, আমার বাবা শ্রী পিলু ভট্টাচার্য্য আজ আমাদের ছেড়ে চলে গেলেন । তাঁর আত্মার শান্তি কামনা করুন।''
আরও পড়ুন, Taliban-র সঙ্গে তুলনা 'হিন্দুত্ব সন্ত্রাসের', Swara-র বিরুদ্ধে অভিযোগ লালবাজারে
জলছবি, কান্দিয়া আকুল, চল যাই-এর মতো একাধিক হিট গান তৈরি করেছেন এই শিল্পী। ২০১৫ সালে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন পিলু ভট্টাচার্য। ২০১৯ সালে ভারতীয় দলের জন্য ‘ইন্ডিয়া জিতেগা’ গানটি গেয়েছিলেন। দিয়েগো মারাদোনার সামনে গান গেয়ে তাঁর প্রশংসা কুড়িয়েছিলেন।
তাঁর প্রয়াণে সঙ্গীত মহলে শোকের ছায়া। জোজো, রিঙ্গো বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র-সহ বহু শিল্পী শোকপ্রকাশ করেছেন। জোজো লিখেছেন, 'পিলু, এটা ঠিক হল না বন্ধু'।পরিচালক রিঙ্গো লিখেছেন, ‘ওপারে তোমার সঙ্গে দেখা হবে।’