চুপি চুপি বাগদান সেরে ফেললেন বলিউড অভিনেত্রী

গত বছরের শেষে ছবিওয়ালা রোহিত মিত্তালের সঙ্গে বাগদান পর্ব সারলেও, বিষয়টি নিয়ে চুপই ছিলেন বাঙালি অভিনেত্রী। 

Updated By: Jun 4, 2018, 12:00 PM IST
চুপি চুপি বাগদান সেরে ফেললেন বলিউড অভিনেত্রী

নিজস্ব প্রতিবেদন : রোহিত মিত্তাল-এর সঙ্গে বাগদান সারলেন শ্বেতা বসু প্রসাদ। গত বছরের শেষে ছবিওয়ালা রোহিত মিত্তালের সঙ্গে বাগদান পর্ব সারলেও, বিষয়টি নিয়ে চুপই ছিলেন বাঙালি অভিনেত্রী।  সম্প্রতি রোহিতের সঙ্গে সম্পর্ক এবং বাগদান পর্ব নিয়ে মুখ খোলেন ‘মাকড়ি’ অভিনেত্রী।

আরও পড়ুন : এই বলিউড নায়িকার সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল ক্রিকেট তারকার

বি টাউনের খবর, একটি গানের অনুষ্ঠানে গিয়ে রোহিতের সঙ্গে পরিচয় হয় শ্বেতা বসু প্রসাদের। এরপর গোয়ায় গিয়ে প্রথম রোহিতকে প্রেমের প্রস্তাব দেন শ্বেতা। কিন্তু, ওই সময় বিষয়টি বেশিদূর এগোয়নি। এরপর পুনেতে গিয়ে ফের শ্বেতালকে প্রেমের প্রস্তাব দেন রোহিত। জানা যায়, শ্বেতার বাড়িতে গিয়ে রোহিত তাঁকে ভালবাসার কথা জানান। এরপর পরিচালক অনুরাগ কাশ্যপের মধ্যস্থতায় শ্বেতার সঙ্গে রোহিতের সম্পর্কের বাঁধন শক্তপোক্ত হয়ে যায়। সম্পর্কের সূত্রপাত হওয়ার পর পরই বাগদান পর্ব সেরে ফেলেন শ্বেতা, রোহিত।

আরও পড়ুন : ভাইয়ের বান্ধবীকে দিদির উপহার, রণবীর-আলিয়ার বিয়ের বাজনা কি বাজল?

এ বিষয়ে শ্বেতা বসু প্রসাদকে জিজ্ঞাসা করা হলে, ‘বদরিনাথ কি দুলহানিয়া’ অভিনেত্রী জানান, রোহিতের সঙ্গে তাঁর বাগদান পর্ব সম্পূর্ণ হয়েছে। একেবারে পারিবারিকভাবে বাগদান পর্ব সারা হয়েছে। তাঁরা কখনওই বিষয়টিকে সংবাদমাধ্যমের সামনে আনতে চাননি। এবং, বিষয়টি নিয়ে বেশি কথাও বলতে চান না বলে স্পষ্ট জানিয়েছেন বলিউড অভিনেত্রী।

রোহিতের সঙ্গে শ্বেতা..

বর্তমানে বিবেক অগ্নিহোত্রীর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত শ্বেতা বসু প্রসাদ। নাসিরুদ্দিন শাহের সঙ্গে ওই সিনেমায় স্ক্রিন শেয়ার করবেন শ্বেতা।

.