সুশান্ত সিং রাজপুতের মৃত্যু, বিস্ফোরক পরিচালক শেখর কাপুর
একই ভাবে সুশান্তের মৃত্যুর পর শেখর কাপুরের টুইটও অন্য কথা বলছে।
নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে উঠে আসছে নানা মত। কেউ বলছেন, সুশান্ত মানসিক অবসাদে ভুগছিলেন, সেকারণেই আত্মহত্যা। আবার কেউ সুশান্তের মৃত্যুর পিছনে অন্য রহস্যের কথা বলছেন। কঙ্গনা রানাওয়াত সুশান্তের মৃত্যুর ঘটনায় দায়ি করেছেন বলিউডের প্রভাবশালীদের। একই ভাবে সুশান্তের মৃত্যুর পর শেখর কাপুরের টুইটও অন্য কথা বলছে।
পরিচালক শেখর কাপুর লিখেছেন, ''আমি জানতানম তুমি কী যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছো। আমি সেই খারাপ মানুষগুলির কথা জানতাম, যাঁরা তোমায় টেনে নিচে নামাতে চেয়েছিল। তুমি আমার কাঁধে মাথা রেখে কাঁদতে পারতে। আমার গত ৬ মাস যদি তোমার সঙ্গে থাকতাম, তাহলে খুব ভালো হতো। যদি তুমি আমার কাছে পৌঁছতে পারতে ভালো হতো। যা ঘটেছে, সেটা তোমার কর্মফল নয়। ''
সুশান্তের ঠিক মৃত্যুর পরপরই একটি টুইটে শেখর কাপুর লিখেছিলেন, ''প্রিয় সুশান্ত তোমার অনেক কিছু দেওয়ার ছিল। হয়ত পৃথিবী তোমার বিশ্বাসের উপর নির্ভর করে না। তোমার এভাবে চলে যাওয়া ঠিক হয়নি।... ''
আরও পড়ুন-''সুশান্ত আত্মহত্যা করেননি, এটা পরিকল্পিত খুন'' কাদের নিশানা করলেন কঙ্গনা?
I knew the pain you were going through. I knew the story of the people that let you down so bad that you would weep on my shoulder. I wish Iwas around the last 6 months. I wish you had reached out to me. What happened to you was their Karma. Not yours. #SushantSinghRajput
— Shekhar Kapur (@shekharkapur) June 15, 2020
Dear Sushant, there was so much more you had to offer. Perhaps the world was not up to your beliefs.. you should not have gone like this ...but then you were an old wise soul in a restless young body. Often the heavens cannot handle that .. pic.twitter.com/OJG4IzotRk
— Shekhar Kapur (@shekharkapur) June 14, 2020
শেখর কাপুরের এই টুইটের উত্তরে এক ব্যক্তি লিখেছেন, ''মুখ খুলুন স্যার। এক বিদেহী আত্মার জন্য আপনিই কিছু করতে পারেন। আপনার কথা অন্য ভুক্তভোগীদের সাহসী করবে। আর যদি না বলে, তাহলে হয়তবা আরও এক সুশান্তের জন্য ভবিষ্যৎ-এ আফসোস করতে হবে।''
আরও একটি টুইটে ওই ব্যক্তি লিখেছেন, ''বলিউড মাফিয়াদের ভয় পাবেন না। গোটা দেশ আপনাকে সমর্থন করবে। আমরাও আপনার পাশে আছি। আপনি মুখ খুলুন। সুশান্তের বলার জায়গা ছিল না, তবে আপনার আছে। আমি জানি আপনার অনেক বন্ধু আপনাকে টেনে নিয়ে যাবে। কিন্তু আপনি ধর্মের পথ বেছে নিন। কর্ণ হবে না। এটা অধর্ম। ''
এছাড়াও আরও অনেকেই শেখর কাপুরের টুইট প্রসঙ্গে 'বলিউড মাফিয়া'দের কথা উল্লেখ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
Speak up Sir. The least you could do for the departed Soul. Your voice will give courage to the other Victims. If you don't Speak today , tomorrow you will regreat for another "Sushant".
— Karm Yogi (@KarmYogi_) June 15, 2020
Sir, don't worry about "Bollywood Mafia" .Whole India will support you.We are with You. Speak up Sir, please.Sushant was not in position but you are. I know many of your friend will be dragged but you should follow the path of "Dharma" don't be "Karn" and watch this अधर्म।
— Karm Yogi (@KarmYogi_) June 15, 2020
Received via WA. Any clue Sir? pic.twitter.com/cmo5r8DJAV
— AskHole (@CheekyWazzock) June 15, 2020
We should not spare these Bollywood mafias.. Let's boycott their movies with the star kids
— Suzy Khanna (@suzykhanna) June 15, 2020
-আরও পড়ুন-সুশান্তের সঙ্গে ঝগড়া, মৃত্যুর আগের দিন রাতে অভিনেতার ফোন ধরেননি রিয়া!
সুশান্তের মৃত্যুর পর অনেকেই দুভাগে বিভক্ত হয়ে গিয়েছেন। কেউ সুশান্তের মৃত্যুর ঘটনায় মানসিক অবসাদের প্রসঙ্গ বলেছেন। কেউ আবার বলিউডের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। ঠিক যেভাবে সুশান্তের মৃত্যুর ঘটনায় বলিউডের প্রভাবশালীদের বিরুদ্ধে সরব হয়েছেন কঙ্গনা। প্রসঙ্গত, সুশান্ত সি রাজপুতকে তাঁরা আগামী ছবি 'পানি'র জন্য সই করিয়েছিলেন শেখর কাপুর। যে ছবির প্রযোজক সংস্থা ছিল যশ রাজ ফিল্মস।