Shehnaaz Gill : 'অনুরাগীদের এভাবে ধাক্কা দিচ্ছ কেন?' নিরাপত্তারক্ষীর উপর চটলেন শেহনাজ

অনুরাগীরা তাঁর নাম দিয়েছেন, 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ'। দুবাইতে সেই শেহনাজকে দেখতেই ঘিরে ধরেন অনুরাগীরা। ধাক্কাধাক্কি থেকে শেহনাজকে সুরক্ষিত করতেই ধাক্কা দিয়ে তাঁর অনুরাগীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী।  আর তাতে বেজায় চটে যান শেহনাজ। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো...

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Nov 19, 2022, 06:19 PM IST
Shehnaaz Gill : 'অনুরাগীদের এভাবে ধাক্কা দিচ্ছ কেন?' নিরাপত্তারক্ষীর উপর চটলেন শেহনাজ

Shehnaaz Gill, জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো :  বিগ বস-১৩ তে যোগ দেওয়ার পর রাতারাতি প্রচারের আলোয় এসেছেন শেহনাজ গিল। সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পরও একাধিকবার খবরে উঠে এসেছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। অনুরাগীরা তাঁর নাম দিয়েছেন, 'পঞ্জাবের ক্যাটরিনা কাইফ'। তাঁকে একটি বার সামনে থেকে দেখতে, স্পর্শ করতে উপচে পড়েছিল ভিড়। সম্প্রতি, দুবাই-এর একটি অনুষ্ঠানে তেমনটাই ঘটেছিল। অনুষ্ঠান থেকে বের হতেই শেহনাজকে ঘিরে ধরেন অনুরাগীরা। আর তারপর শেহনাজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী যা করলেন, তাতে বেজায় চটে যান শেহনাজ। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো...

ঠিক কী ঘটেছে?

সম্প্রতি দুবাই-এর এক অনুষ্ঠান থেকে বের হতেই শেহনাজকে ঘিরে ধরেন তাঁর অনুরাগীরা। সকলেই অভিনেত্রীর সঙ্গে সেলফি তুলতে চাইছিলেন। বিন্দুমাত্র বিরক্ত না হয়ে সকলের অনুরোধ মেনে সকলের সঙ্গে পোজও দিচ্ছিলেন শেহনাজ। ভিড়, আর ধাক্কাধাক্কি থেকে শেহনাজকে সুরক্ষিত করতেই ধাক্কা দিয়ে তাঁর অনুরাগীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন নিরাপত্তারক্ষী। বিষয়টি নজর এড়ায়নি শেহনাজের। উল্টে নিরাপত্তারক্ষীর উপরই চটে যান তিনি। বিরক্ত শেহনাজ বলেন, 'তোমার সমস্যাটা কোথায়? ওঁরা তো শুধুমাত্র ছবিই তুলতে চাইছেন...দয়া করে আতঙ্ক তৈরি করো না।' 

আরও পড়ুন-ঐন্দ্রিলাকে দেখতে হাওড়ার হাসপাতালে মদন মিত্র

দুবাইয়ের অনুষ্ঠানে শেহনাজকে দেখে কোনও কোনও অনুরাগী শেহনাজকে জড়িয়েও ধরেন।

নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। শেহনাজের এমন ব্যবহারে খুশি নেটপাড়ার অনেকেই। কিছু অনুরাগী শেহনাজের প্রশংসা করে তাঁর টিমকে একটি চিঠিও দিয়েছেন। যেখানে শেহনাজকে আবার 'বাচ্চা' বলে উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই বলিউডের ছবিতে অভিনয় করে ফেলেছেন শেহনাজ। তাঁর ছবি এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। OTT-র একটি শোতেও দেখা যাওয়ার কথা শেহনাজকে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.