১ দিন পর এল শাহরুখের ইদের শুভেচ্ছা! হতাশ ভক্তরা কী বললেন জানেন?
প্রত্যেকবারের মতো এবার আর ইদে শাহরুখের 'মন্নত'-এর সামনে আর উপচে পড়া ভিড় ছিল না...
নিজস্ব প্রতিবেদন : সোমবার গোটা দেশজুড়ে পালিত হয়েছে ইদ। তবে প্রত্য়েকবারের থেকে এবার ইদের ছবিটা ছিল অনেকটাই আলাদা। করোনার কারণে ঘরবন্দি হয়েই ইদ সেলিব্রেট করতে হয়েছে অনেক মানুষকে। এবছর 'বলিউড বাদশা'র বাড়িতেও ইদের ছবিটা ছিল অন্যরকম। প্রত্যেকবারের মতো এবার আর শাহরুখের 'মন্নত'-এর সামনে আর উপচে পড়া ভিড় ছিল না। তাই কিং খানকেও বাড়ির ব্যালকনিতে এসে ভক্তদের জন্য হাত নাড়তে হয়নি। এমনকি তাঁর বাড়িতেও অন্য়বারের মতো অতিথিরা আমন্ত্রিতও ছিলেন না।
ইদের শুভেচ্ছা শাহরুখ সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানালেও তা এসেছে প্রায় ১ দিন পর। সোমবার রাত ১২টা পার করে ইদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেন কিং খান আর তাতেই হতাশ তাঁর ভক্তরা। ইদের শুভেচ্ছায় শাহরুখ লিখেছেন, ''আল্লার আশীর্বাদে আমরা এই কঠিন সময় পার করতে পারবো। শেষপর্যন্ত বিশ্বাস আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ইদ মোবারক। আল্লা সকলের জীবন ভালোবাসা, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে দেবেন।''
আরও পড়ুন-চার্চের আদলে তৈরি সিনেমার সেট ভেঙে গুঁড়িয়ে ফেলার অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠের বিরুদ্ধে
May the blessings of Allah see us through these times. In the end, it’s Faith that keeps us going... Eid Mubarak to all. May He shower all with love, peace and prosperity always.
— Shah Rukh Khan (@iamsrk) May 25, 2020
দেরিতে শাহরুখের শুভেচ্ছা বার্তা আসায় হতাশ ভক্তদের কেউ লিখেছেন, ''এত অপেক্ষা করালেন।'', কেউ আবার মজা করে লিখেছেন, ''সবথেকে প্রথমে শুভেচ্ছা জানালেন''। কেউ আবার লিখেছেন, ''ভাই কালকে শুভেচ্ছা জানাতেন, এত তাড়া কীসের ছিল? '', আবার কেউ লিখেছেন, ''সবই লকডাউনের ফল''। দেখুন আর কে কী লিখেছেন...
Yaaaay we were waiting for your tweet
— jasmine (@SRKfangirlxx) May 25, 2020
Bhut wait karaya sir aapne
— SHISHIR SINGH YADAV (@Iamssr555) May 25, 2020
सबसे पहले और जल्दी , मुबारक़ बात देने के लिए धन्यवाद
— Ankit kain (@Engineer_kain_7) May 25, 2020
Bada jaldi yaad aaya bhai
— Shehzad Gehlot (@mohammedshazad4) May 25, 2020
Bhai kal kar detay itni jaldi kya thee?
— ذال (@_phata_dhol_) May 25, 2020
lockdown ka asar hai
— ANSHUMANSINGH (@anshumansinghma) May 25, 2020
यह ट्वीट अगले साल के लिए है
— Kangana Ranaut (@KRforINDIA) May 25, 2020
প্রসঙ্গত, করোনার প্রকোপ ও লকডাউনের কারণে শাহরুখও তাঁর পরিবারের সঙ্গে নিজের 'মন্নত'-এই আটকে রয়েছেন।
আরও পড়ুন-আমফান বিধ্বস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন, কর্মীদের হাতে খাবার তুলে দিলেন মিমি