পুলওয়ামায় শহিদদের পরিবারকে ১৫ কোটি টাকা দিলেন শাহরুখ!
মঙ্গলবার সকাল সকাল এমন খবরে উচ্ছ্বাসিত বলি তারকারা।
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় ফুঁসছিল গোটা দেশ। সেই ক্ষোভের আগুন গিয়ে পৌঁছেছিল বি-টাউনেও। সকলেই চাইছিল এই হামলার পাল্টা বদলা নিক ভারতীয় সেনা। তাঁদের সেই কামনা পূর্ণ হয়েছে। পাক অধিকৃত কাশ্মীরে জইশ-ই-মহম্মদ-এর জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ু সেনা। মঙ্গলবার সকাল সকাল এমন খবরে উচ্ছ্বাসিত বলি তারকারা।
এদিকে পুলওয়ামা জঙ্গি হামলার ঠিক পরপর শহিদ সেনাদের পরিবারের সাহায্যার্থে অনেক বলি তারকাই অর্থ সাহায্য করেছিলেন। এই তালিকায় সলমন খান, অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার সহ আরও অনেক তারকাই রয়েছেন। সে সময় শাহরুখ খান সম্পর্কে একটি ভুয়ো খবরে চটে যান কিং খানের ভক্তরা। খবর রটে যায় ২০১৭ সালে পাকিস্তানে গ্যাস দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারকে নাকি শাহরুখ ৪৫ কোটি টাকা দান করেছিলেন। আর এই খবরের পরই সোশ্যাল মিডিয়ায় শাহরুখের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন অনেকেই। শাহরুখকে আক্রমণ করা হয়। তবে পরে জানা যায় এই খবরটা এক্কেবারেই নাকি গুজব। এরপরই ক্ষুব্ধ শাহরুখ ভক্তরা টুইটার সহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় শাহরুখ দেশের মানুষের জন্য কোনও প্রচার ছাড়া আর কী কী করেছেন তার পরিসংখ্যান তুলে ধরতে থাকেন। শাহরুখের হয়ে কথা বলেন পরিচালক হনসল মেহেতাও।
আরও পড়ুন-শহিদ জওয়ানদের পরিবারের জন্য অর্থ সাহায্য করলেন সলমন
Just saw some fake news about @iamsrk. I have yet to meet a kinder and more compassionate star - someone who helps people in need without making a noise or using his good deeds for image building. I'm not permitted to say anything but I had to say this - #StopFakeNewsAgainstSRK
— Hansal Mehta (@mehtahansal) February 18, 2019
SRK works closely with ‘Make a Wish Foundation’ and works to fulfill wishes of children all over India.
King of hearts! pic.twitter.com/PqjVKipy2W
— SRK Universe (@SRKUniverse) February 19, 2019
SrK is personally shy and decent person. He doesnt like to brag about the charity work he does. Also his religion doesnt allow it. I pray the worst of life in both worlds to every idiot who tries to insult him by questioning his integrity and patriotism. #StopFakeNewsAgainstSRK pic.twitter.com/emHxEM6woV
— Shah'sfan (@srkssr) February 18, 2019
Tell me one leader who adopted 12 Villages in India. But then there is Shah Rukh Khan who adopted 12 Villages in Odisha. He is the one who is providing electricity, water, education, medicines and all other basic needs at his own expenditures. Hey Himmat #StopFakeNewsAgainstSRK
— Sarah Khan (@Sarakhan22Sara) February 18, 2019
সম্প্রতি, একটি টুইট থেকে জানা যাচ্ছে। পুলওয়ামা জঙ্গি হামলার ঘটনায় শাহরুখ নাকি শহিদদের পরিবারের জন্য ১৫ কোটি টাকা দিয়েছেন। একটি সংবাদমাধ্যমের খবরের সূত্রে এমনই তথ্য উঠে আসছে। একথা টুইট করে জানিয়েছেন কংগ্রেস নেতা সলমন নিজামি।
আরও পড়ুন-সার্জিক্যাল স্ট্রাইক ২: ভারতীয় সেনাকে স্যালুট জানালেন বলি তারকারা
Shahrukh Khan didn't tweet,
Shahrukh Khan didn't brag,
Shahrukh Khan didn't go to media,Shahrukh Khan donated Rs 15 Cr to families of martyrs. Slap on those who question his nationalism!
We love you @iamsrk pic.twitter.com/46po3WmOMM
— Salman Nizami (@SalmanNizami_) February 23, 2019
আরও একটি টুইটে এক ভক্ত শাহরুখের একটি সাক্ষাৎকারের ভিডিও পোস্ট করেছেন। যেখানে শাহরুখ বলেছিলেন, যাঁরা আমার দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের কথার উত্তর দেওয়ার তিনি প্রয়োজন বোধ করেন না। আমি দেশকে ভালোবাসি সেটা জাহির করার দরকার নেই।
JAI HIND pic.twitter.com/UJSamml0em
— Monk (@TheMaskedMonk) February 23, 2019
শহিদদের পরিবারকে শাহরুখের এই অর্থ সাহায্যের খবরে অনেকেই মনে করছেন এবং পাল্টা টুইটে দাবি করছেন, যে প্রকৃত সাহায্য করে, পাশে সে তাঁর কাজের ঢাক নিজের পেটায় না।
আরও পড়ুন-বাংলায় এই দাদাগিরির জন্যই বাংলা ছবির ক্ষতি হচ্ছে, মত বলিউড অভিনেতা সুব্রত দত্তর