তাঁর কাছে অ্যাকশন শিখতে চেয়েছেন কিং খান, শুনে কী বললেন টাইগার জানুন

Updated By: Jul 14, 2017, 01:23 PM IST
তাঁর কাছে অ্যাকশন শিখতে চেয়েছেন কিং খান, শুনে কী বললেন টাইগার জানুন

ওয়েব ডেস্ক: সম্প্রতি বলিউডের বাদশা শাহরুখ বলেছিলেন যে, তিনি টাইগার শ্রফের কাছ থেকে অ্যাকশন শিখতে চান। কিন্তু যে, টাইগারের থেকে তিনি অ্যাকশন শিখতে চেয়েছেন, সেই টাইগার তো বলে দিচ্ছেন, শাহরুখ খানের অ্যাকশান শেখার কোনও দরকারই নেই। নিজের ফিল্ম মুন্না মাইকেলের প্রোমশন করতে গিয়েছিলেন টাইগার। তখন তাঁকে এই বিষয়ে জিজ্ঞাসা করে বলা হয় যে, স্বয়ং কিং খান তো আপনার কাছে থেকে অ্যাকশন শিখতে চেয়েছেন।

আরও পড়ুন এবার শ্রীদেবী বিতর্কে মুখ খুললেন এসএস রাজামৌলি

এর উত্তরে টাইগার শ্রফ বলেন, 'তাই! শাহরুখ স্যর এমনটা বলেছেন! আমি নিজে শাহরুখ স্যরের খুব বড় ভক্ত। তিনি এমনটা বলেছেন শুনে দারুণ লাগছে। কিন্তু, আমার তো মন হয় না, শাহরুখ স্যরের অ্যাকশন নিয়ে কোনও ট্রেনিংয়ের দরকার রয়েছে বলে। তিনিও যদি অ্যাকশন করা শুরু করেন, তাহলে আমাদের মতো অভিনেতারা কী করবে! আমি তাঁর অ্যাকশন দেখেছি। বেশ ভাল। খুব এনার্জেটিক।'

আরও পড়ুন  সলমন খানের সঙ্গে অভিনয় করার জন্য মুখিয়ে রয়েছেন তাপসী পান্নু

.