স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪-- পুরস্কারের বিশ্বে এখনও শাহরুখই তারা, দীপিকা নক্ষত্র, বাঙালীরা আকাশ

এ বছরের স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ (Screen Awards 2014) জয়জয়কার বাংলা, মিলখা সিংয়ের দৌড় আর দীপিকা পাড়ুকোনের ম্যাজিকের। তবে এবারও প্রমাণ হল বলিউডের পুরস্কার মঞ্চে এখনও আসল তারার নাম হল শাহরুখ খান। সমালোচকদের কাছে বিদ্ধ হওয়ায় চেন্নাই এক্সপ্রেসকে নিয়েই তিনি বছরের জনপ্রিয়তম নায়কের পুরস্কার জিতে নিলেন। শাহরুখ ম্যাজিকে হেরে গেলেন রণবীর কাপুর, হূতিক রোশনরাও। ২০০৯ সাল থেকে স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ জনপ্রিয় অভিনেতার পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে এই পুরস্কার শাহরুখ খানই পেয়ে গেলেন তিন বার।

Updated By: Jan 15, 2014, 05:22 PM IST

এ বছরের স্ক্রিন অ্যাওয়ার্ডস-এ (Screen Awards 2014) জয়জয়কার বাংলা, মিলখা সিংয়ের দৌড় আর দীপিকা পাড়ুকোনের ম্যাজিকের। তবে এবারও প্রমাণ হল বলিউডের পুরস্কার মঞ্চে এখনও আসল তারার নাম হল শাহরুখ খান।

সমালোচকদের কাছে বিদ্ধ হওয়ায় চেন্নাই এক্সপ্রেসকে নিয়েই তিনি বছরের জনপ্রিয়তম নায়কের পুরস্কার জিতে নিলেন। শাহরুখ ম্যাজিকে ম্লান হয়ে গেলেন রণবীর কাপুর, হূতিক রোশনরাও। ২০০৯ সাল থেকে স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ জনপ্রিয় অভিনেতার পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তার মধ্যে এই পুরস্কার শাহরুখ খানই পেয়ে গেলেন তিন বার।

তবে শাহরুখ নন, এবারের স্ক্রীন অ্যাওয়ার্ডস-এ আসল নায়ক হয়ে থাকলেন নায়িকা দীপিকা পাড়ুকোন। সেরা জনপ্রিয় অভিনেত্রী থেকে জুরির বিচারে সেরা সব পুরস্কারেই জিতে নিলেন দীপিকা। শাহরুখ, হূতিক, রণবীরদের বছরে কিছুটা আড়লে থেকেও জুরিদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেলেন ফারহান আখতার। 'ভাগ মিলখা ভাগ' সিনেমায় দুরন্ত অভিনয়ের জন্য ফারহান এই পুরস্কার জিতলেন। সেরা সিনেমার পুরস্কারও পেল রাকেশ ওম প্রকাশ মেহেরার মিলখা সিংয়ের জীবনীর উপর তৈরি `ভাগ মিলখা ভাগ`।

স্ক্রীন অ্যাওয়ার্ডস এ বাংলার জয়জয়কার। সঙ্গীতের সব সেরা পুরস্কারই জিতে নিল বাঙালিরা। সেরা গায়ক, গায়িকা, ও সঙ্গীতের পুরস্কার জিতে নিলেন যথাক্রমে অরিজিত সিং, শ্রেয়া ঘোষাল, প্রীতম। সেই সঙ্গে পরিচালকের পুরস্কার পেলেন বাংলার সুজিত সরকার। জন আব্রাহাম অভিনীত 'মাদ্রাস কাফে'তে মন্ত্রমুগ্ধ করা সুজিত এই পুরস্কার জিতে প্রমাণ করল পরিচালনার ব্যাপারে সত্যজিত রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের রাজ্য এখনও ভারতসেরা।

স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪- পূর্ণাঙ্গ তালিকা-- Here is the full list of winners:
সেরা অভিনেতা (জুরির বিচারে)-- ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ)
সেরা অভিনেতা (জনপ্রিয়তার বিচারে)--শাহরুখ খান (চেন্নাই এক্সপ্রেস)

সেরা অভিনেত্রী (জুরির বিচারে)-- দীপিকা পাড়ুকোন (গোলিয়া কি রাসলীলা রামলীলা)
সেরা অভিনেত্রী (জনপ্রিয়তার বিচারে)--দীপিকা পাড়ুকোন (চেন্নাই এক্সপ্রেস,রামলীলা)

সেরা পরিচালক-সুজিত সরকার (মাদ্রাস কাফে)

সেরা সিনেমা-ভাগ মিলখা ভাগ

লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার-অমিতাভ বচ্চন

সেরা চিত্রনাট্য-- শহিদ

সেরা গল্প- মোহন সিক্কা বিএ পাশ

সেরা গায়ক-অরিজিত্‍ সিং (তুম হি হো, আশিকি টু)

সেরা গায়িকা-শ্রেয়া ঘোষাল (সুন রাহা হেনা তু, আশিকি টু)

সেরা সঙ্গীত-- প্রীতম (ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি)

সেরা সহকারী অভিনেতা-সৌরভ শুক্লা (জলি এলএলবি)
সেরা সহকারী অভিনেত্রী-সোয়ারা ভাস্কর (রঞ্জনা)।

সেরা কমিক অভিনেতা
ভোলি পঞ্জাবন হিসেবে রিচা চাড্ডা-ফুকরে

সেরা নেগেটিভ অভিনেতা
ঋষি কপূর-ডি ডে

সেরা শিশু শিল্পী
জপতেজ সিং-ভাগ মিলখা ভাগ

সেরা অ্যাকশন
মনোহর ভার্মা-মাদ্রাস কাফে

সেরা নবাগত পরিচালক
রীতেশ বাত্রা-দ্য লাঞ্চবক্স

সেরা নবাগত অভিনেতা
সুশান্ত সিং রাজপুত-কাই পো চে

সেরা নবাগতা অভিনেত্রী
আইদা এই কাশেফ-শিপ অফ থেসিয়াস

স্পেশ্যাল জুরি অ্যাওয়ার্ড
শিপ অফ থেসিয়াস

সেরা কস্টিউম
অঞ্জু মোদী, ম্যাক্সিমা বসু-গোলিঁও কি রাসলীলা রাম লীলা

সেরা প্রোডাকশন ডিজাইন
ওয়াসিক খান-গোলিঁও কি রাসলীলা রাম লীলা

সেরা এডিটিং
দীপা ভাটিয়া-কাই পো চে

সেরা সিনেমাটোগ্রাফি
এস রবি বর্মন-গোলিঁও কি রাসলীলা রাম লীলা

সেরা কোরিওগ্রাফার
রেমো ডি'সুজা-বদতমিজ দিল, ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
ভাগ মিলখা ভাগ

সেরা ফিল্ম মার্কেটিং
চেন্নাই এক্সপ্রেস

সেরা অভিনেতা (মারাঠি)
সচিন খেড়েকর-আজাচা দিভাস মাঝা

সেরা অভিনেত্রী (মারাঠি)
তনুজা

সেরা পরিচালক (মারাঠি)
রবি যাদব-বলক পলক

সেরা ছবি (মারাঠি)
বলক পলক ও দুনিয়াদারি

.