হাউজফুল টিমে যোগ দিতে পারেন বলিউডের তাবড় দুই অভিনেতা

Updated By: Oct 29, 2017, 07:53 PM IST
হাউজফুল টিমে যোগ দিতে পারেন বলিউডের তাবড় দুই অভিনেতা

নিজস্ব প্রতিবেদন: বলিউডের কমেডি ছবির মধ্যে অন্যতম মস্তি, গোলমাল, ধামাল, ওয়েলকাম, ইয়ামলা পাগলা দিওয়ানা। তবে কমেডি ছবির তালিকায় বেশ উপরের দিকে থাকবে হাউজফুল। এবার সেই হাউজফুল ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি হাউজফুল ৪ আসছে খুব শীঘ্রই। সাজিদ নাদিয়াওয়ার এই কমেডি ছবির প্রত্যেক পার্টেই কোনও না কোনও নতুন বলিউড অভিনেতা অভিনেত্রীর মুখ দেখা গিয়েছে। এবার হাউজফুল টিমে যোগ দিতে চলেছেন আরও দুই তাবড় বলিউড অভিনেতা।

আরশি খানের উপর রেগে গেলেন সলমন খান

২৭ অক্টোবর টুইটারে পোস্ট দিয়ে সাজিদ নাদিয়াওয়ালা ঘোষণা করে দেন যে, ২০১৯ এর দীপাবলিতে হাসির রোশনাই নিয়ে আসছে হাউজফুল ৪। পাশাপাশি এমনটাও শোনা যাচ্ছে যে, হাউজফুল টিমে অক্ষয় কুমার, রীতেশ দেশমুখের সঙ্গে নাকি যোগ দিতে চলেছেন সঞ্জয় দত্ত এবং জন আব্রাহামও। অর্থাত্‌, এই ছবি যে আরও ভরপুর মজাদার হবে, তাতে সন্দেহ নেই কারও।

আলিয়া ভাটের ফিটনেস কোচ হলেন ক্যাটরিনা! দেখুন ভিডিও

.