সানিয়াকে 'পিছনে' ফেলে দিলেন রণবীর?
Updated By: Sep 11, 2017, 01:09 PM IST
ওয়েব ডেস্ক : রণবীর সিং সিং এবার পিছনে ফেলে দিলেন সানিয়া মির্জাকে। কেন জানেন?
রিপোর্টে প্রকাশ, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড-এর মুখ হচ্ছেন রণবীর সিং। সানিয়া মির্জাকে সরিয়ে দিয়ে এবার ওই সংস্থার নতুন মুখ হচ্ছেন ‘পদ্মাবতী’ অভিনেতা।
শোনা যাচ্ছে, ওই সংস্থা এমন একজনকে চাইছিল, যাঁর সঙ্গে যুব সম্প্রদায়ের যোগাযোগ আরও গভীর হয়। সেই অনুযায়ী, ১২ বছর পর সানিয়া মির্জাকে সরিয়ে সেখানে আনা হচ্ছে রণবীর সিং-কে।
বর্তমানে পরিচালক সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবতীর’ শ্যুটিংয়ে ব্যস্ত রণবীর সিং। ওই সিনেমার তাঁর সঙ্গে দীপিকা পাডুকন এবং শাহিদ কাপুরকেও দেখা যাবে। ইতিমধ্যেই পদ্মাবতীর শ্যুটিং শুরু করেছেন রণবীর, দীপিকারা। ২০১৮ সালে ওই সিনেমা মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে।