Samantha Ruth Prabhu-Ranveer Singh: রণবীরের সঙ্গে সেলফি পোস্ট সামান্থার, উত্তরে কী লিখলেন অভিনেতা?

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। রণবীরের প্রশংসায় সামান্থা লেখেন, রণবীর তাঁর সবচেয়ে মিষ্টি সহ অভিনেতা। 

Updated By: Jun 6, 2022, 07:22 PM IST
Samantha Ruth Prabhu-Ranveer Singh: রণবীরের সঙ্গে সেলফি পোস্ট সামান্থার, উত্তরে কী লিখলেন অভিনেতা?

নিজস্ব প্রতিবেদন: রবিবার সোশ্যাল মিডিয়ায় রণবীর সিংয়ের(Ranveer Singh) সঙ্গে একটি সেলফি পোস্ট করেন সামান্থ রুথ প্রভু(Samantha Ruth Prabhu)। সেই পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা। তাহলে কি একসঙ্গে কোনও ছবিতে দেখা যাবে তাঁদের। এরপরই জানা যায় যে, মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শুট করেছেন তাঁরা। সেখানেই সেলফি ক্লিক করেন দুজনে। 

সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই ছবি। রণবীরের প্রশংসায় সামান্থা লেখেন, রণবীর তাঁর সবচেয়ে মিষ্টি সহ অভিনেতা। সামান্থার থেকে এই কমপ্লিমেন্ট পেয়ে রণবীর লেখেন, এটা তাঁর কাছে আনন্দের। ফ্যামিলি ম্যান টু-এর হাত ধরে হিন্দি ইন্ডাস্ট্রিতে ডেবিউ করেন সামান্থা। বলিউডে নিজের কেরিয়ার গড়ে তুলতে বদ্ধপরিকার অভিনেত্রী। 

শোনা যাচ্ছে ইতিমধ্যেই সামান্থার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। বরুণ ধাওয়ানের সঙ্গে সম্প্রতি শুট করেন সামান্থা। তবে সেটি কোন সিনেমা না ওয়েব সিরিজ তা এখনও জানা যায়নি। যদিও তামিল, তেলুগু মিলিয়ে তাঁর হাতে রয়েছে একাধিক কাজ। মুক্তির অপেক্ষায় রয়েছে পরিচালক গুণাশেখরের ছবি শকুন্তলম, বিজয় দেভেরাকোন্ডার সঙ্গে তেলুগু ছবি খুশি।

আরও পড়ুন:Dharmendra: হাসপাতালে ভর্তি ধর্মেন্দ্র? কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা, জানালেন ববি দেওল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.