সলমন ভক্তদের কাছে ভালো খবর। বিগ বস ৪ ও ৫ সঞ্চালনা করার পর সলমন আবার ফিরছেন টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস ৬-এ। সূত্রের খবর সলমন তৃতীয়বার বিগ বস ৬ সঞ্চালনের প্রস্তাব মেনেও নিয়েছেন।
বিগ বস ৫-এর সঞ্চালনায় সলমনের সঙ্গে ছিলেন সঞ্জয় দত্ত। একই সময় তার বহু প্রতীক্ষিত ছবি `এক থা টাইগার` এর শ্যুটিং চলার ফলে তাকে খুব কম সময়ই শো তে পাওয়া গিয়েছিল। মুখ্য সঞ্চালনায় ছিলেন সঞ্জয় দত্ত। `দশ কা দম`-এ কাজ করার প্রস্তাবনা গ্রহন না করলেও বিগ বস হাউসের হাঙ্গামা এবং জনগনের ইতিবাচক সাড়ার জন্য সলমন তাঁর নিজস্ব ভঙ্গি নিয়ে ফিরে আসবে `বিগ বস ৬`-এও।সেখানেও সল্লু ম্যাজিক চলে কিনা তার অপেক্ষাতেই রয়েছেন দর্শকরা।

English Title: 
salman`s hattrick in bigg boss 6
Home Title: 

বিগ বসে সলমনের হ্যাট্রিক

No
2433
Is Blog?: 
No