বিগ বস নাইন শেষ হতেই আদিত্য রয় কাপুরের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন

অবশেষে বিগ বস নাইনের শুটিং শেষ করলেন বলিউডের সুপার স্টার সলমন খান।বিগ বসের এই সিজনের চ্যাম্পিয়ন হলেন প্রিন্স নারুলা। দাবাং অ্যাক্টর শুটিং শেষের পর হাঁফ ছেড়ে বাঁচলেন যেন। পাশাপাশি, তিনি এবার বিগ বস হোস্ট করে খুব মজা যে পেয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। কারণ, শুটিং শেষ হওয়ার পরই বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউডের নয়া সুলতান।

Updated By: Jan 25, 2016, 10:56 AM IST
বিগ বস নাইন শেষ হতেই আদিত্য রয় কাপুরের সঙ্গে ছবি পোস্ট করলেন সলমন

ওয়েব ডেস্ক: অবশেষে বিগ বস নাইনের শুটিং শেষ করলেন বলিউডের সুপার স্টার সলমন খান।বিগ বসের এই সিজনের চ্যাম্পিয়ন হলেন প্রিন্স নারুলা। দাবাং অ্যাক্টর শুটিং শেষের পর হাঁফ ছেড়ে বাঁচলেন যেন। পাশাপাশি, তিনি এবার বিগ বস হোস্ট করে খুব মজা যে পেয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। কারণ, শুটিং শেষ হওয়ার পরই বেশ কিছু ছবি পোস্ট করেছেন বলিউডের নয়া সুলতান।
এর মধ্যে একটি ছবিতে তিনি বিন্দাস মুডে রয়েছেন আদিত্য রয় কাপুরের সঙ্গে। ব্যাক স্টেজে ছবিটি তোলা। আদিত্য রয় কাপুর বিগ বসে এসেছিলেন তাঁর রিসেন্ট ফিল্ম ফিতুরের প্রোমোশনের জন্য।

 

.