‘টাইগার জিন্দা হ্যায়’-র সেটে ক্যাটরিনার জন্য উদ্বিগ্ন হলেন সলমন খান

Updated By: Jul 25, 2017, 02:37 PM IST
‘টাইগার জিন্দা হ্যায়’-র সেটে ক্যাটরিনার জন্য উদ্বিগ্ন হলেন সলমন খান

ওয়েব ডেস্ক: কবীর খান পরিচালিত ছবি ছিল এক থা টাইগার । তারই সিক্যুয়েল টাইগার জিন্দা হ্যায় তৈরি করলেন পরিচালক আলি আব্বাস জাফর। ছবির প্রধান দুই চরিত্রে থাকছেন বলিউডের অন্যতম গর্জাস জুটি সলমন খান এবং ক্যাটরিনা কাইফ । একে অপরের সহ অভিনেতা-অভিনেত্রী ছাড়াও তাঁরা আবার একে অপরের প্রাক্তন প্রেমিক-প্রেমিকাও। প্রেম ভেঙে গিয়েছে অনেক দিন আগে। কিন্তু একে অন্যকে সম্মান করা, একে অন্যের প্রতি চিন্তা করা মোটেই শেষ হয়ে যায়নি। তারই প্রমাণ পাওয়া গেল টাইগার জিন্দা হ্যায় –র সেটে। ক্যাটরিনার জন্য সেটে বেশ উদ্বিগ্ন অবস্থায় দেখা গেল বলিউড ভাইজান সলমন খানকে। কিন্তু কেন?

সূত্রের খবর, টাইগার জিন্দা হ্যায় ছবির শ্যুটিংয়ে একটি দৃশ্যে ক্যাটরিনা কাইফকে একটি কঠিন স্টান্ট দৃশ্যে অভিনয় করার ছিল। যেখানে তাঁকে সমুদ্রে ঝাঁপ দিতে হবে। ক্যাটরিনা প্রস্তুত ছিলেন সেই স্টান্ট করার জন্য। এবং নিজেই সেই স্টান্ট করতে চাইছিলেন। কিন্তু সলমন খান খুব চিন্তিত ছিলেন সেই শট নিয়ে। তিনি চাইছিলেন ক্যাটরিনা ওই দৃশ্যে যেন বডি ডাবল নিয়ে নেন। যাই হোক, প্রেম ভেঙে গেলেও অনুভূতিগুলো তো আর ভেঙে যায় না..

ইমরান হাসমি-সানি লিওনের ‘পিয়া মোরে’ গানটি দেখে নিন

.