ওয়েব ডেস্ক : কৃষ্ণসার হত্যা ও বেআইনি অস্ত্র রাখার মামলায় আজ রাজস্থানের আদালতে হাজিরা দিতে পারেন বলিউড স্টার সলমান খান। আগেই এই মামলায় ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তিনি জামিন পান। কিন্তু বিচারক অবসর নেওয়ায় ফের নথির ভেরিফিকেশনের জন্য দাবাং স্টারকে যোধপুরের আদালতে হাজিরা দিতে হবে।
এ বছরই জানুয়ারি মাসে এই মামলা থেকে সলমান খানকে অব্যাহতি দেয় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের জেলা দায়রা আদালতে আবেদন জানায় রাজস্থান সরকার। সেই মামলা এখনও চলছে। তবে তাঁর আইনজীবী বা পুলিস কেউই এখন সলমনের হাজিরা নিয়ে নিশ্চিতভাবে কিছু জানাননি।
English Title:
Salman Khan may appear before Rajasthan court today
News Source:
Home Title:
জোড়া মামলায় আজ রাজস্থান আদালতে হাজিরা দিতে পারেন সল্লুভাই
Yes
Is Blog?:
No
Section: