জন্মদিনে সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন ইউলিয়া

সলমনের জন্মদিনের অনুষ্ঠানের পরই বোন অর্পিতা খান শর্মাকে হাসপাতালে ভর্তি করা হয় খান পরিবারের তরফে

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 28, 2019, 03:22 PM IST
জন্মদিনে সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করলেন ইউলিয়া

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ৫৪-তে পড়লেন (Salman Khan) সলমন খান৷ সোহেল খানের ব্যান্দ্রার ফ্ল্যাটেই সলমন খানের জন্মদিনের আয়োজন করা হয়৷ সোহেলের বাড়িতে জন্মদিনের পার্টিতে হাজির হয়ে বোন অর্পিতা খান শর্মা এবং বান্ধবী (Iulia Vantur) ইউলিয়া ভনতুরকে পাশে নিয়ে কেক কাটেন সলমন খান৷ সেই পার্টিতেই সলমনকে জড়িয়ে ধরে চুম্বন করতে দেখা যায় ইউলিয়াকে৷ সলমন খান এবং ইউলিয়া ভনতুরের ফ্যান পেজের তরফে সেই ভিডিয়ো শেয়ার করার পরই তা ভাইরাল হয়ে যায় হু হু করে৷

আরও পড়ুন : ভাঙচুর করে সম্পত্তি নষ্ট করবেন না, নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন অক্ষয়

সম্প্রতি মুক্তি পায় সলমন খানের দাবাং থ্রি৷ এই সিনেমায় সোনাক্ষী সিনহা, সাই মঞ্জরেকর এবং কিচা সুদীপের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সলমন৷ (Dabangg 3) দাবাং থ্রি (Bollywood) বলিউডে সেভাবে ব্যবসা না করলেও, সলমন ভক্তদের মধ্যে এই সিনেমা নিয়ে যথেষ্ঠ উচ্ছ্বাস চোখে পড়ে৷ এদিকে দাবাং থ্রি-র পর আপাতত রাধের শ্যুটিং শুরু করবেন বলে প্রস্তুতি নিচ্ছেন সলমন খান৷ এই সিনেমায় সলমেনর বিপরীতে দেখা যাবে দিশা পাটানিকে৷

 

.