শ্বাসরুদ্ধ লুকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সলমন খান

নিজস্ব প্রতিবেদন: ২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল নিয়ে আসছেন বলিউডের ভাইজান সলমন খান। ছবির নাম ‘টাইগার জিন্দা হ্যায়’। আর ভাইজানের ছবি মানেই আলাদা একটা ব্যাপার। টানটান উত্তেজনা ভরা ছবির গল্প থেকে শুরু করে তাঁর লুক, সব কিছু মিলিয়েই দর্শকদের আলাদা আকর্ষণ থাকে। দর্শকদের সবথেকে বেশি আগ্রহের বিষয় হয়, প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে সলমনের কেমিস্ট্রি। পরিচালক আলি আব্বাস জাফর এই ফিল্মে সলমনের লুক টুইটারে পোস্ট করেছেন।

 

‘ইত্তেফাক’ তারকার ভক্ত বলিউড বাদশা, স্বীকার করলেন নিজেই

ছবিতে বলিউড সুপারস্টার সলমন খানের লুক একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যা পরবর্তীকালে ট্রেন্ড হয়ে দাঁড়ায়। ‘তেরে নাম’ থেকে ‘দবাং’, ভাইজানের প্রায় সব ছবি পর থেকেই বিষয়টা লক্ষ্য করা যায়। ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতেও সলমন খানকে শ্বাসরুদ্ধ করা লুকে দেখা যাচ্ছে। দেখে নিন তাঁর সেই লুক। নতুন করে ভাইজানের প্রেমে পড়ে যাবেন।

 

নতুন ছবির জন্য বিশেষ পদ্ধতিতে ওজন ঝড়াচ্ছেন ঐশ্বর্য রাই বচ্চন

English Title: 
Salman khan’s look on tiger zinda hai
News Source: 
Home Title: 

শ্বাসরুদ্ধ লুকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সলমন খান

শ্বাসরুদ্ধ লুকে ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিতে সলমন খান
Yes
Is Blog?: 
No