সুকুমার রায়ের মতোই বাচ্চাদের কথা ভেবেছিলেন সলিল চৌধুরি

Updated By: Nov 19, 2015, 05:55 PM IST
 সুকুমার রায়ের মতোই বাচ্চাদের কথা ভেবেছিলেন সলিল চৌধুরি

স্বরূপ দত্ত

স্ত্রী সবিতা চৌধুরি, মেয়ে অন্তরা চৌধুরি, সবাইকে দিয়ে গান গাওয়ালেন। কী বলবেন স্বজন পোষন? আচ্ছা, তাই মানলাম। করেছেন তো করেছেন। কিন্তু ওইটুকু ছোট অন্তরা চৌধুরিকে দিয়ে গাইয়েছেন কী? ও সোনা ব্যাঙ, ও কোলা ব্যাঙ, সারাদিন ডাকিস...ভাবুন তো, কত বাচ্চা, বড় হয়েছে ওই গানগুলো শুনে।

যাঁরা গান তৈরি করেন, তাঁরা তাঁদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, বোঝানোর জন্য শুধু বড়দেরকে ভেবে গিয়েছেন চিরকাল। ছোটরাও তো তাঁদের থেকে কিছু আশা করে, এদিকটায় কেউ সেভাবে ভাবেইনি। তাই তো শিশু সাহিত্য কম, এটা ঠিক। কিন্তু আরও অনেক বেশি ঠিক যে, ছোটদের জন্য গানই তৈরি হত না বাংলায়।

সুকুমার রায়ের বাবা আর সুকুমার রায় নিজে ভাগ্যিস ছোটদের কথা ভাবতেন। তাই বাঙালির ছেলেবেলাটা কেটেছে ‘বইয়ে-ভাতে’। ঠিক সেইভাবেই যদি সলিল চৌধুরি, মেয়ে অন্তরা চৌধুরিকে দিয়ে ওই গানগুলো না গাওয়াতেন, বাঙালির ঘরে ঘরের বাচ্চাগুলোর যে কল্পনাশক্তিই তৈরি হত না।

শুধু বাচ্চাদের কথা ভেবেছেন, তাদের জন্য কিছু করতে চেয়েছেন, এই জন্যই তো মানুষটাকে সেরা মানবো।

.