অন্যরকম সইফ, ভাইরাল হল অভিনেতার ছবি

তানাজির প্রমোশনের মাঝে শ্যুটিংও শুরু করেছেন সইফ আলি খান 

Edited By: জয়িতা বসু | Updated By: Dec 24, 2019, 04:06 PM IST
অন্যরকম সইফ, ভাইরাল হল অভিনেতার ছবি

নিজস্ব প্রতিবেদন: সামনে এল (Jawaani Jaaneman) জাওয়ানি জানেমন-এর দ্বিতীয় পোস্টার। যেখানে (Saif Ali Khan) সইফ আলি খান-কে দেখা যাচ্ছে এক্কেবারে অন্যরকম লুকে। ছবিতে দেখা যাচ্ছে, বিছানার উপর শুয়ে রয়েছেন সইফ। ক্যামেরার দিকে তাকিয়ে হাসছেন তিনি। আরও পড়ুন  : মেকআপ ছাড়া কেমন দেখতে সারাকে! ভাইরাল সইফ আলি খানের মেয়ের ছবি অন্যদিকে, সইফের হাতে রয়েছে একটি পানীয়ের বোতল। তবে শোয়ার ঘরে সইফের সঙ্গে অন্য কারা রয়েছেন, তাঁদের মুখ দেখানো হয়নি পোস্টারে।

আরও পড়ুন : নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আক্রমণ জাভেদ জাফরিকে, দেখুন কী করলেন অভিনেতা
জাওয়ানি জানেমন-এর প্রথম পোস্টার প্রকাশ্যে আসার পর থেকেই জোর শোরগোল শুরু হয়। যেখানে মত্ত অবস্থায় এক ব্যক্তিকে আধশোয়া অবস্থায় দেখা যায় বিছানার উপর। তবে জাওয়ানি জানেমন-এর প্রথম পোস্টারে কাকে দেখা যাচ্ছে, সে বিষয়ে জানা যায়নি।

আরও পড়ুন : বাড়ির মধ্যে থেকে উদ্ধার টেলিভিশনের জনপ্রিয় তারকার মৃতদেহ
দেখুন সেই পোস্টার...

 

এদিকে বর্তমানে তানাজির প্রমোশনে ব্যস্ত সইফ আলি খান। এই সিনেমায় অজয় দেবগণ এবং (Kajol)কাজলের বিপরীতে অভিনয় করছেন। সইফ যেমন একের পর এক সিনেমার শ্যুটিং নিয়ে ব্যস্ত, (Kareena Kapoor Khan) করিনাও শুরু করেছেন পরপর শ্যুটিং। গুড নিউজের প্রমোশন যেমন শুরু করেছেন বেবো, তেমনি লাল সিং চাড্ডার শ্যুটিংও করছেন পুরোদমে। এরপর করণ জোহরের তখত-এও দেখা যাবে সইফ আলি খান-কে।

.