TMC-তে যোগ দেওয়ায় Saayoni-কে ঘিরে মিম, রবীন্দ্রনাথের কথাতেই জবাব অভিনেত্রীর

নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন সায়নী ঘোষ 

Updated By: Feb 25, 2021, 01:16 PM IST
TMC-তে যোগ দেওয়ায় Saayoni-কে ঘিরে মিম, রবীন্দ্রনাথের কথাতেই জবাব অভিনেত্রীর
তৃণমূল কংগ্রেস নেত্রীর পাশে সায়নী

নিজস্ব প্রতিবেদন : বুধবার অভিনেত্রী সায়নী ঘোষের তৃণমূলে (TMC) যোগদানের পর থেকেই একের পর এক কটাক্ষ এবং মিমে ভরে যায় সামাজিক মাধ্যম। অতীতে 'বামপন্থী' মনোভাবাপন্ন সায়নী কীভাবে জোড়াফুল শিবিরে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। এমনকী, সায়নী ঘোষের পুরনো ভিডিয়ো পোস্ট করে মিম শেয়ার করেন অনেকে। এবার তার জবাব দিলেন অভিনেত্রী, কিন্তু অন্যভাবে।

বুধবার তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর এবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করেন সায়নী ঘোষ (Saayoni Ghosh)। যেখানে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) সঙ্গে ছবি শেয়ারের পাশাপাশি 'ও আমার দেশের মাটি'-র লাইন জুড়ে দিতে দেখা যায় অভিনেত্রীকে। তৃণমূলে যোগ দেওয়ার পর সায়নীকে নিয়ে যেভাবে মিমে ভরে ওঠে সামাজিক মাধ্যম, রবীন্দ্রনাথকে সামনে রেখেই অভিনেত্রী এবার তার পালটা জবাব দিলেন বলে মনে করছেন অনেকে।

আরও পড়ুন  : মাকে ছেড়ে অন্য মহিলায় আসক্ত বাবা, Mahesh Bhatt কে নিয়ে মুখ খুললেন Pooja

 

দেখুন...

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

প্রসঙ্গত অতীতে 'বামপন্থী' মনোভাবাপন্ন সায়নী কীভাবে জোড়াফুল শিবিরে যোগ দিলেন, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই। এমনকী, সায়নী ঘোষের পুরনো ভিডিয়ো শেয়ার করেই মিম শেয়ার করা হয়। সায়নীর তৃণমূলে যোগদান নিয়ে খোঁচা দেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রও (Sreelekha Mitra)।

আরও পড়ুন  :  BJP-তে যোগ দিলেন অভিনেত্রী Payel Sarkar

এদিকে বুধবার সায়নী যখন তৃণমূল কংগ্রেসে যোগ দেন, তার কয়েক ঘণ্টার মধ্যেই পায়েল সরকার যোগ দেন বিজেপিতে (BJP)। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতেই আজ বিজেপিতে যোগ দেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)।

আরও পড়ুন  : 'আমার মতাদর্শ বদলায়নি', টলি তারকাদের দল বদল নিয়ে কটাক্ষ Sreelekha-র

প্রসঙ্গত শুভেন্দু অধিকারী এবং বৈশালি ডালমিয়া যখন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন, সেই সময় গেরুয়া শিবিরের ছাতার নীচে হাজির হন রুদ্রনীল ঘোষ। এরপর থেকেই কখনও যশ আবার কখনও হিরণ একের পর এক টলি তারকার বিজেপিতে যোগদান নিয়ে সরগরম হয়ে ওঠে রাজ্য রাজনীতি।

.