Rukmini Maitra as Draupadi: সত্যবতীর পর ‘দ্রৌপদী’! ফের ছক ভেঙে নতুন চমক রুক্মিণীর
নতুন ছবির পোস্টার রিলিজে চমকে দিলেন অভিনেত্রী। নটী বিনোদিনী ও সত্যবতীর পর এবার দ্রৌপদী-র ভূমিকায় বড়পর্দায় আসছেন রুক্মিণী। ‘নটী বিনোদিনী’র পর ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস 'যাজ্ঞসেনী' অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সদ্য প্রকাশ্যে এসেছে দেব প্রযোজিত 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। বিরসার ছবিতে সত্যবতী-র চরিত্রে চমকে দিয়েছেন রুক্মিণী মৈত্র। এবার নতুন ছবির পোস্টার রিলিজেও চমকে দিলেন অভিনেত্রী। নটী বিনোদিনী ও সত্যবতীর পর এবার দ্রৌপদী-র ভূমিকায় বড়পর্দায় আসছেন রুক্মিণী। ‘নটী বিনোদিনী’র পর ফের রুক্মিণীকে নিয়ে ছবি বানাচ্ছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। এবার তাঁর ছবি মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীকে নিয়ে। রাম কমলের এই দ্রৌপদী এবার হয়ে উঠবেন রুক্মিণী।
আরও পড়ুন, Bangladesh Film Festival: নন্দনে বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন, উপস্থিত দুই বাংলার বিশিষ্টরা...
'মহাভারত'-এর এই চরিত্রটি নিয়ে লেখালেখি, বিচার বিশ্লেষণ কম হয়নি ৷ দ্রৌপদীর চরিত্রে অভিনয় করেছেন একাধিক অভিনেত্রী। দ্রৌপদীকে প্রতীক হিসেবেও দেখানো হয়েছে বহু সিনেমায়। এবার দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স ও প্রমোদ ফিল্মসের যৌথ প্রযোজনায় তৈরি হবে মহাভারতের উপর নতুন ছবি। জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস 'যাজ্ঞসেনী' অবলম্বনে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। দেখা যাবে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে 'মহাভারত'-র কাহিনি।
We are proud to announce our next film “Draupadi”, based on the novel “Yajnaseni” by Smt.Pratibha Ray.
The film is directed by @Ramkamal with @RukminiMaitra in the titular role.
Expecting the best of wishes from all of you.@DEV_PvtLtd @pramodfilmsnew#Draupadi pic.twitter.com/PmMyN8RbTO— Dev (@idevadhikari) July 28, 2023
বেশ কিছু দিন ধরেই ‘দ্রৌপদী’ নিয়ে কানাঘুষো চলছিল। ‘বিনোদিনী’র শুটের সময়েই রামকমলের কাছে আগামীতে একাধিক কাজ একসঙ্গে করার ইচ্ছে প্রকাশ করেছিলেন দেব। এও নাকি কথা হয়েছে, বিনোদিনীর মতোই পিরিয়ড ছবি করতে আগ্রহ প্রযোজক-পরিচালক। রুক্মিণী বলেন, 'নটী বিনোদিনীর পর ফের রাম কমলের সঙ্গে যুক্ত হতে পেরে দারুণ লাগছে। চরিত্রকে ঠিক করে পর্দায় ফুটিয়ে তোলার জন্য রাম কমল যেভাবে দৃশ্যগুলোকে বুঝিয়ে দেন, তা সত্য়িই একটা অভিজ্ঞতা।বিনোদিনীর পর এটা আমার কেরিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং চরিত্র হতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না’।
আরও পড়ুন, Sunny Deol: ভারত-পাক সম্পর্ক নিয়ে বেফাঁস মন্তব্য সানির,'গদর ২' রিলিজের আগে বিপাকে সাংসদ-অভিনেতা