গার্হস্থ হিংসার অভিযোগে বাড়ি ছাড়ন নিতু! ফের সংসারে ফিরে আসেন ঋষি-ঘরণী

১৯৮০ সালে ২২ জানুয়ারি ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নিতু সিং।

Edited By: জয়িতা বসু | Updated By: Apr 30, 2020, 04:13 PM IST
গার্হস্থ হিংসার অভিযোগে বাড়ি ছাড়ন নিতু! ফের সংসারে ফিরে আসেন ঋষি-ঘরণী

নিজস্ব প্রতিবেদন  : জেহরিলা ইনসানের সেটে নিতু সিংকে প্রথেম দেখেন ঋষি কাপুর। এরপরই নিতুর ভালবাসায় হাবুডুবু খেতে শুরু করেন তিনি। নিতুর মায়ের বেশ কিছুটা অমতেই তাঁকে বিয়ে করেন ঋষি কাপুর। ১৯৮০ সালে ২২ জানুয়ারি ঋষি কাপুরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নিতু সিং।

আরও পড়ুন : অর্ধেক বয়সী দিব্যা কিংবা জুহি, বিয়ের পরও একাধিক গোপন সম্পর্ক ছিল ঋষির!

বিয়ের পরও যেমন দুজন জমিয়ে সংসার করতে শুরু করেন, তেমনি ঋষির কেরিয়ারের গ্রাফ উপরের দিকে উঠতে শুরু করে। ৯-র দশকের প্রথেম দিকে ঋষি কাপুর অত্যধিক মদ্যপান শুরু করেন বলে প্রকাশ পায়। শুধু তাই নয়, ওই সময় নিতুর সঙ্গেও নাকি ঋষির অশান্তি শুরু হয়। যার জেরে ঋষি কাপুরের বিরুদ্ধে নিতু পুলিসের দ্বারস্থ হন বলে খবর। শুধু তাই নয়, ওই সময় নিতু কাপুর ঋষির বিরুদ্ধে গার্হস্থ হিংসারও অভিযোগ দায়ের করেন বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে প্রকাশ পায়।

আরও পড়ুন : দেখুন ঋষি কাপুর, নিতু কাপুরের বিয়ের ছবি

পাশাপাশি ঋষির বেহাল জীবনযাপনের জন্য ওই সময় তাঁকে ছেড়ে নিতু চলে যান। শোনা যায়, স্যালোঁ শুরু করে জীবনধারণ করবেন। কিন্তু ঋষি এবং সন্তানদের ছেড়ে বেশিদিন থাকতে পারেননি নিতু কাপুর। স্যালোঁর ব্যবসার সিদ্ধান্ত থেকে সরে এসে, ফের স্বামী, সন্তান নিয়ে সংসার শুরু করেন।

.