লিউকেমিয়া-তে ভুগছিলেন, শেষমুহূর্তেও চিকিৎসক, নার্সদের হাসিয়ে গিয়েছেন ঋষি কাপুর

অভিনেতার মৃত্যুর পর বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে লিউকোমিয়া হয়েছিল ঋষি কাপুরের।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: May 2, 2020, 02:02 PM IST
লিউকেমিয়া-তে ভুগছিলেন, শেষমুহূর্তেও চিকিৎসক, নার্সদের হাসিয়ে গিয়েছেন ঋষি কাপুর

নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ঋষি কাপুর। বিদেশে চিকিৎসা চলছিল অভিনেতার। যদিও তাঁর ঠিক কী হয়েছিল তা স্পষ্ট করে কাপুর পরিবারের সঙ্গে জানানো হয়নি। পরে জানা যায় ঋষি কাপুরের ক্যানসার হয়েছে। তবে বৃহস্পতিবার কাপুর পরিবারের তরফে অভিনেতার মৃত্যুর পর বিশেষ বিবৃতিতে জানানো হয়েছে লিউকেমিয়া হয়েছিল ঋষি কাপুরের।

লিউকেমিয়া অর্থাৎ রক্ত বা অস্থিমজ্জার ক্যান্সার। অধিকাংশ ক্ষেত্রে এর প্রধান লক্ষণ রক্তকণিকার, সাধারণত শ্বেত রক্তকণিকার অস্বাভাবিক সংখ্যাবৃদ্ধি।  লিউক অর্থাৎ সাদা, হিমো অর্থাৎ রক্ত। রক্তে ভ্রাম্যমান এই শ্বেত রক্ত কণিকাগুলি অপরিণত ও অকার্যকর হয়ে পড়ে। আর এই রোগেই আক্রান্ত হয়েছিলেন ঋষি কাপুর। একবছরেরও বেশি সময় বিদেশে চিকিৎসা করিয়ে এসেছিলেন। তবুও শেষরক্ষা হলো না। 

আরও পড়ন-''বহুমুখী প্রতিভার অধিকারী ও প্রাণবন্ত ছিলেন ঋষি কাপুর'', শোকবার্তায় লিখলেন প্রধানমন্ত্রী

আরও পড়ুন-ঋষি কাপুরের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কাপুর পরিবারের তরফে দেওয়া বিবৃতিতে জানানো হয়, ''দুই বছরেরও বেশি সময় ধরে লিউকেমিয়ার সঙ্গে লড়াই করার পর বৃহস্পতিবার সকাল ৮.৪৫ নাগাদ তাঁর মৃত্যু হয়। চিকিৎসক ও নার্সরা জানিয়েছেন, শেষমুহূর্ত পর্যন্তও তাঁদের হাসিয়ে গিয়েছেন। গত দুবছর ধরে অসুস্থতা সত্ত্বেও তিনি হাসিখুশি ও প্রাণবন্ত থেকেছেন। নিজের পরিবার, বন্ধু-বান্ধব, খাবার আর সিনেমা নিয়েই ব্যস্ত থাকার চেষ্টা করেছেন। শারীরিক অসুস্থতা ওনাকে কাবু করতে পারেননি।''

কাপুর পরিবারের বিবৃতিতে আরও লেখা হয়, ''এটা আমাদের পরিবারের একটা বড় ক্ষতি। খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তাঁর (ঋষি কাপুর) সমস্ত ভক্তদের অনুরোধ, লকডাউনের এই সময় রাস্তায় ভিড় করবেন না। দেশের আইনকে সম্মান করুন।''

.