ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের প্রথম ৪ সপ্তাহে ২৬ কেজি ওজন কমেছে: ঋষি কাপুর

দেশে ফেরা নিয়ে এবার শক্তি কাপুরের দাবি অস্বীকার করলেন ঋষি কাপুর নিজেই। 

Updated By: Jul 17, 2019, 05:27 PM IST
ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের প্রথম ৪ সপ্তাহে ২৬ কেজি ওজন কমেছে: ঋষি কাপুর

নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবারই একটা কমেডি শোয়ে এসে অভিনেতা শক্তি কাপুর জানিয়েছিলেন, জন্মদিনের আগেই দেশে ফিরছেন ঋষি কাপুর। খুব সম্ভবত অগস্টের শেষের দিকে দেশে ফিরছেন তিনি। তবে তাঁর দেশে ফেরা নিয়ে এবার শক্তি কাপুরের দাবি অস্বীকার করলেন ঋষি কাপুর নিজেই। 

মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ঋষি কাপুর জানান, '' ৪ সেপ্টেম্বর আমার জন্মদিনের আগে আমার পক্ষে দেশে ফেরা সম্ভব হচ্ছে না। আরও ১১ মাস আমারে বিদেশেই (আমেরিকা) থাকতে হবে। এটা আমার জন্য ভীষণই কঠিন সময়। তবে আমার স্ত্রী নীতু আমার দুই সন্তান রণবীর ও ঋদ্ধিমা আমার পাশে সব সময় রয়েছে। আমি ওদের কাছে কৃতজ্ঞ। আমি দেশে ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমার শেষ চিকিৎসার পর আর ৫ থেকে ৬ সপ্তাহ আমাকে এখানেই (আমেরিকা) থাকতে হবে। আমার এই চিকিৎসাকে বলে কনসলিডেশন বা পুশব্যাক। যেখানে আমাকে কেমোথেরাপির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, যাতে এই ব্য়াধি আর আমার শরীরে ফিরে না আসে। এই নিয়ে দ্বিতীয়বার আমার এই চিকিৎসা হচ্ছে। আমি ভেবেছিলাম জন্মদিনের আগে অগস্টের শেষের দিকেই আমি দেশে ফিরতে পারব, তবে সেটা সম্ভব হচ্ছে না।'' 

আরও পড়ুন-বাড়ি এসে প্রতারণা করে গেল, সারারাত ঘুম হয়নি, মুখ খুললেন মাধবী মুখোপাধ্যায়

প্রসঙ্গত, এক কমেডি শোয়ে এসে শক্তি কাপুর জানিয়েছিলেন, তাঁর আর ঋষি কাপুরের জন্মদিন একদিন আগে পরেই। সেই রাজ কাপুরের সময় থেকেই তাঁরা একসঙ্গে কেক কেটে জন্মদিন সেলিব্রেট করেন এবারও করবেন।

ঋষি কাপুর তাঁর অসুস্থতা প্রসঙ্গে আরও জানান, ''চিকিৎসা শুরু হওয়ার চার মাসের মধ্যে তাঁর ওজন প্রায় ২৬ কেজি কমেছে। এখন তাঁর আর কোনও ভুঁড়িই ছিল না। তবে চিকিৎসা শুরু হওয়ার পর ৭-৮ কেজি ওজন তাঁর বেড়েছে। দিল্লিতে ছবির শ্যুটিং চলাকালীন আমার এই ব্যাধির (ক্যান্সার) কথা ধরা পড়ে। তবে আমার চিকিৎসা শুরু হওয়ার পর আমার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হয়।''

আরও পড়ুন-সার্ক ফিল্ম ফেস্টিভ্যালে পুরস্কার জিতল 'নগরকীর্তন', শুভেচ্ছা জানিয়ে টুইট প্রকাশ জাভড়েকরের

.