ভোট দিতে চান ঋষি, সটান ফোন মার্কিন মুলুকের ভারতীয় দূতাবাসে
দেশে না থাকলেও, দেশের হালহকিকত নিয়ে নিয়ম করে টুইট করেন ঋষি। মাঝে মধ্যে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। তিনি এ দিন তাঁর ভক্তদের কাছে বার্তা দেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে।
নিজস্ব প্রতিবেদন: চিকিত্সার জন্য এই মুহূর্তে নিউ ইয়র্কে রয়েছেন অভিনেতা ঋষি কাপুর। দেশে চলছে গণতন্ত্রের উত্সব, আর তিনি নেই! তা নিয়ে আক্ষেপ শোনা গেল ঋষি কাপুরের টুইটে। পাশাপাশি, তাঁর প্রশ্ন, আমেরিকায় বসে ভোট দেওয়া যায় কিনা! এ বিষয়ে জানতে ফোনও করেন সে দেশের ভারতীয় দূতাবাসে। তাঁকে জানানো হয়, এমন সুবিধা নেই প্রবাসী ভারতীয়দের জন্য। এমন বহু ভারতীয় রয়েছে নানা কারণে এই সময় দেশের বাইরে তাঁরা। গণতান্ত্রিক অধিকার প্রয়োগে বঞ্চিত হচ্ছেন তাঁরা। তাঁদের হয়ে এ প্রশ্নও রাখেন ঋষি কাপুর।
দেশে না থাকলেও, দেশের হালহকিকত নিয়ে নিয়ম করে টুইট করেন ঋষি। মাঝে মধ্যে বিতর্কে জড়িয়ে পড়তে দেখা যায় তাঁকে। তিনি এ দিন তাঁর ভক্তদের কাছে বার্তা দেন স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে। গত বছর ‘মুলক’এর অভিনেতা জানান, চিকিত্সার জন্য আমেরিকায় যাচ্ছেন তিনি। ভক্তদের উদ্দেশে ঋষি বলেন, অযথা গুজব ছড়াবেন না। বলিউডে প্রায় ৪৫ বছর হয়ে গেল। কয়েক দিনের জন্য বিশ্রাম নিচ্ছি। শীঘ্রই দেখা হবে।
Called the Indian Consulate’s office here in NY to inquire if there was any facility for people like us to vote(away from home)There wasn’t. Please do not forget to vote wherever and whenever you have to. Jai Hind! Vande Mataram! (Sorry for earlier error) pic.twitter.com/A0heLdBhZv
— Rishi Kapoor (@chintskap) April 28, 2019
আরও পড়ুন- দেশবাসীকে রেকর্ড সংখ্যক ভোট দেওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী
উল্লেখ্য, নিউ ইয়র্কে ঋষির সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী নীতু কাপুরও। সম্প্রতি, শিবপ্রসাদ মুখার্জির ‘কণ্ঠ’-র ট্রেলর দেখে উচ্ছ্বসিত হতে দেখা যায় তাঁকে। শিবপ্রসাদের প্রশংসাও করেন টুইটে।