আষাঢ়ে গল্প ফেঁদেছেন আনন্দ কুমার? জটে হৃতিক রোশনের ছবি 'সুপার ৩০'
সব কিছু ঠিকঠাক চললে হৃতিক রোশনের 'সুপার ৩০' মুক্তি পাওয়ার কথা ১২ জুলাই
নিজস্ব প্রতিবেদন: ছবি ঘোষণার পর থেকেই একটার পর একটা বাধার মুখে পড়ছে হৃতিক রোশনের 'সুপার ৩০'। প্রথমে ছবির পরিচালক বিকাশ বহেলের বিরুদ্ধে ওঠে শ্লীলতাহানির অভিযোগ।'মি টু' অভিযোগ করেন পরিচালকের এক সহকর্মী। এরপর ছবির মুক্তির দিন নিয়েও শুরু হয় জটিলতা। কঙ্গনার 'মেন্টাল হ্যায় কেয়া' ছবির মুক্তিও একই দিনে ঘোষণা করা হয়। যদিও পরে দুই ছবির নির্মাতারা বসে বিষয়টি মিটিয়ে নেন। কঙ্গনার সঙ্গে বিবাদ এড়াতে ছবি মুক্তি পিছিয়ে দেন হৃতিক রোশন। এবার আরও একটা জটে আটকে পড়েছে গ্রিক গডের 'সুপার ৩০'। এর ফলে ফের পিছোতে পারে ছবির মুক্তি।
আনন্দ কুমার দাবি করেছিলেন, ২০১৮ সালে তাঁর ৩০-র জন ছাত্রের মধ্যে আইআইটি-তে সুযোগ পেয়েছেন ২৬ জন। ৮ মাস আগে আইআইটি গৌহাটির ৪ ছাত্র ওই ২৬ জন ছাত্রের নাম জানতে চেয়ে বিহারের গণিতজ্ঞ আনন্দ কুমারের বিরুদ্ধে দায়ের করেন জনস্বার্থ মামলা। শুনানির দিন আনন্দ কুমার আদালতে হাজিরা দেননি। ওই মামলাটি এখনও চলছে। ওই মামলাটিই এখন হৃতিকের ছবির ভাগ্যাকাশে নিয়ে এসেছে কালো মেঘ।
ছবির নির্মাতারা মুক্তির দিন ঘোষণা করার পর মামলাকারী ছাত্ররা আরও একটি নতুন মামলা করেছেন। অভিনাশ বরো, বিকাশ দাস, মনোজিৎ দোলে এবং ধনিরাম তাউ নামে ৪ মামলকারীর বক্তব্য, আনন্দের বিরুদ্ধে একটি মামলা চলছে। সেই সময় কীভাবে তাঁর ছবি মুক্তি পেতে পারে। নিজের ছাত্র এবং অভিভাবকদের আষাঢ়ে গল্প শুনিয়ে প্রতারণা করেছেন আনন্দ।
ওই ছাত্রদের আইনিজীবী অমিত গোয়েল জানান, ছবির কাহিনিতে সত্যতা আছে বলে তো মনে হয় না। আমরা ছবিটির বাজার নষ্ট করতে চাই না, কিন্তু আনন্দের বিরুদ্ধে তো একটি মামলা রয়েছে। উনি নিজের দাবির পক্ষে প্রমাণ পেশ করতে পারেননি। গোয়েলের কথায়,"আনন্দ এখনও ছাত্রদের নাম দিতে পারেননি। ফলে ছবির মাধ্যমে দর্শকদের কাছে ভুল তথ্য দেওয়া হবে।"
প্রসঙ্গত, 'সুপার ৩০' ছবিটির প্রযোজক রিলায়েন্স এন্টারটেনমেন্ট, হৃতিক রোশন এবং সাজিদ নাদিয়াদওয়ালা। এখনও পর্যন্ত মামলা নিয়ে মুখ খোলেননি প্রযোজকরা। সব কিছু ঠিকঠাক চললে ছবিটি মুক্তি পাওয়ার কথা ১২ জুলাই।
আরও পড়ুন- অভিনয় জগতে পা রেখেই ফেললেন? শাহরুখ কন্যার শ্যুটিংয়ের ছবি প্রকাশ্যে