'সেক্সিস্ট', বিজ্ঞাপন বিতর্কে রণবীর সিং
ওয়েব ডেস্ক: 'বলিউডের মাচো ম্যান', রণবীর সিং এবার বিতর্কে জড়ালেন এক পোশাক প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপন নিয়ে। নারীদের অধিকার খর্ব করা হয়েছে, বিজ্ঞাপনটির বিরুদ্ধে এই অভিযোগই এনেছেন অভিনেতা সিদ্ধার্থ। টুইটে পোশাক প্রস্তুতকারক সংস্থাটির বিজ্ঞাপনী ছবি পোস্ট করে নিন্দা করেন তিনি। এরপর থেকেই টুইটারে সরব হয় নেট দুনিয়া। অনেকেই দাবি করেছেন, 'এই বিজ্ঞাপন ব্যান করে দেওয়া হোক'।
A new low for women's rights in the workplace in India. What were they thinking? #Fail pic.twitter.com/3PW5mMaKOt
— Siddharth (@Actor_Siddharth) November 20, 2016
এক লাস্যময়ীকে (মডেল) কাঁধে নিয়ে দাড়িয়ে আছেন বলিউডের হার্ট থ্রব রণবীর সিং। আর ক্যাপশনে লেখা, "ডোন্ট হোল্ড ব্যাক। টেক ইউর ওয়ার্ক হোম" (DON'T HOLD BACK. TAKE YOUR WORK HOME)। দেশের বড় বড় শহরে ছেয়ে গিয়েছে এই বিজ্ঞাপন। অনেকেই মনে করছেন এই বিজ্ঞাপনটি 'লিঙ্গ বৈষম্য মূলক', আর এতেই আপত্তি। এই বিজ্ঞাপনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করার কথাও ভাবছেন অনেকে। তবে এই বিজ্ঞাপনের মুখ, রণবীর সিং এখনও পর্যন্ত এই বিজ্ঞাপন নিয়ে কিছুই বলেননি।
Would you call this ad sexist and objectionable? @ascionline @RanveerOfficial @pinthecreep @JackJonesIndia https://t.co/jkcsqWoiwh pic.twitter.com/SlB42MaxWp
— Saumya Tewari (@Tsaumya) November 23, 2016
Women Continue To Be Objectified In Sexist Jack & Jones Ad https://t.co/l3lp3PunGi via @YouthKiAwaaz
— Rajkanya Mahapatra (@rajkanydm) November 23, 2016
Please log your complaint against this ad on this link. Totally inappropriate and sexist. @pinthecreep @ascionline https://t.co/oLqiZ1ijhN pic.twitter.com/xyoaygcDF2
— ElsaMarie (@elsamariedsilva) November 19, 2016