ক্রমশ ধর্মচ্যূত হচ্ছেন রণবীর! কিন্তু কেন?
কিছুদিন আগেই চুল কেটে আলাউদ্দিন খলজি থেকে রণবীর সিং-এ ফিরেছিলেন 'পদ্মাবতী'-র অভিনেতা। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছিলেন মজা করেই। ফের শুক্রবার সেই পুরনো লম্বা চুলের হেয়ারস্টাইলে আরও একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর। তার নিচে লেখা ক্যাপশান নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। দিনভর ট্রোল হলেন রণবীর।
নিজস্ব প্রতিবেদন: কিছুদিন আগেই চুল কেটে আলাউদ্দিন খলজি থেকে রণবীর সিং-এ ফিরেছিলেন 'পদ্মাবতী'-র অভিনেতা। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্টও করেছিলেন মজা করেই। ফের শুক্রবার সেই পুরনো লম্বা চুলের হেয়ারস্টাইলে আরও একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর। তার নিচে লেখা ক্যাপশান নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। দিনভর ট্রোল হলেন রণবীর।
কিন্তু কী সেই ক্যাপশান?
রণবীর ক্যাপশানে লিখেছেন 'Losing my religion'। যেটা বাংলায় তর্জমা করলে দাঁড়ায় 'ধর্মচ্যূত হচ্ছি'।
Losing my religion pic.twitter.com/vYM68pz5nr
— Ranveer Singh (@RanveerOfficial) November 10, 2017
একে 'পদ্মাবতী' নিয়েই বিতর্কের শেষ নেই, তারই মধ্যে আরও একটি বিতর্ক উস্কে দিলেন আলাউদ্দিন খলজি। যদিও এই ক্যাপশানে অভিনেতা আদৌ কী বলতে চেয়েছেন বা ছবিটার সঙ্গে তাঁর এই ক্যাপশানের কোনও যোগ আছে কিনা তাও বোঝা যায়নি। তবে সূত্রের খবর আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয়ের জন্য টানা দু'বছর সেই চরিত্রের মধ্যেই নাকি ঢুকে পড়েছিলেন রণবীর। আর সেজন্য নাকি তিনি মনোবিদ্-এরও পরামর্শ নিয়েছেন।
সে যাই হোক, আপাতত রণবীরের এই 'ধর্মচ্যূত হচ্ছি' ক্যাপশানকে নিজেদের মত করে ব্যাখ্যা করেছেন নেটিজেনরা। রণবীরের এই টুইটে ৯,৯০০ লাইক, ৬০০-রও বেশি রিটুইট হয়েছে। কেউ ব্যাখ্যা দিয়েছে 'Losing my religion' আসলে আমেরিকান ব্যান্ড REM-এর জনপ্রিয় একটি গান। তবে ক্যাপশানকে নিয়ে সমালোচনাও হয়েছে বিস্তর। কেউ বলেছেন সিনেমার জন্য ইচ্ছে করে বিতর্ক তৈরির জন্যই এমনটা বলেছেন রণবীর। একজন কমেন্ট করেছেন, ''অসুবিধা নেই... এমনটা হয়...যেখানে এমন একটা সংস্কারী চরিত্রের মধ্যে দু'বছর ধরে ঢুকে রয়েছেন তাতে ধর্ম কেন, মনুষত্ব হারিয়ে ফেলাও অস্বাভাবিক নয়। ঘর ওয়াপাসি সব সময় সম্ভব...তবে মনোবিদ কী বলছেন?''
এখানেই শেষ নয়, উঠে এসেছে আরও অনেক মন্তব্য, চলুন দেখে নিই...
I cud nt understand what u said losing religion
Himanshi Kunwar (@HimanshiKunwar1) November 10, 2017
Do not be afraid, you do not have religion, so you can not lose religion.
— ANAND (@dubeyback) November 10, 2017
He thinks he is #AlauddinKhilji
— Dr N Patel (@hindustanse) November 10, 2017
Actors are not only acting in reel life but in real life as well. Why don't you convert your religion and prove it before making all these controversial statements? Garnering cheap publicity for his upcoming film.
— Vakil Bharati (@VakilBharati) November 10, 2017
This things will lead to disastrous results to your movies. Remember, your's existence is from people of India. Don't try to act foolish. May be this movie would work for you but next will fail as India never forgives.
— Ashish Ranjan (@ashish_mdp) November 10, 2017
Common knowledge...it's a song by famous REM and means you're done with things that fed you up. It's not to be taken literally.
— Jenni Khilji (@Jenni_Jen113) November 10, 2017
Or he did it bc he's sick and fed up with all the bullshit surrounding the movie. Assumptions and prejudices without anyone haven't even seen it! Time and time the makers have clarified there's no freaking dream sequence, no such scene but still ppl keep on dragging padmavati
— Jenni Khilji (@Jenni_Jen113) November 10, 2017
मुस्लिम या ईसाई मै धर्मान्तरण कोई नही बात नही
लालच और डर दो ही इसके कारण है ।
Movie promotion के लिए कोई जवानो को गाली देता है कोई हिन्दूओ को आतंकवादी कहता है
आप तो एक कदम आगे है— nitish (@ni30y) November 10, 2017
I reiterate. Song or not. Quote marks or not. The words were unnecessary as a tweet. Totally out of line, given the current scenario. I don't need to explain further.
You may start abusing now. I won't play the victim card. Won't block you also. Now start.— Soumyadipta (@Soumyadipta) November 10, 2017
Tum Jaise Logo ki Wajah se Bharat 2000 Saal Tak Gualam Raha , Jo Paise ke liye Apni Maa Behan aur Desh Ko Bech Dete Hai . Dictators ne isi Wajah se is desh ko Gulam banakar rakah , Tum Log Us time ke Jai Singh ho.
— vivek pathak (@vivekpathak2) November 10, 2017
কেউ কেউ আবার বিষয়টা নিয়ে সনু নিগমের ঘটনার সঙ্গে তুলনা করতেও ছাড়েননি।
When did you start looking like Sonu Nigam?
— Berozgaar Bhartiya (@BerozgaarAbhi) November 10, 2017
Is that you or Sonu Nigam ;)
— Vinay Naik (@VinayNaik333) November 10, 2017
For a moment, I thought it's Sonu Nigam in this pic. pic.twitter.com/DkGMtM16lO
— Kulamani Muduli (@thisissanu) November 10, 2017