'লকডাউনে রাস্তার কুকুরদের একটু খেতে দিন', পোষ্যের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে আবেদন 'রানি'র

 এই ভিডিয়োর মাধ্যমে সকলকে বিশেষ বার্তাও দিয়েছেন দিতিপ্রিয়া রায়।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Apr 11, 2020, 05:52 PM IST
'লকডাউনে রাস্তার কুকুরদের একটু খেতে দিন', পোষ্যের সঙ্গে ভিডিয়ো পোস্ট করে আবেদন 'রানি'র

নিজস্ব প্রতিবেদন : লকডাউনে গৃহবন্দি। এই পরিস্থিতিতে পোষ্য পপকর্ন-এর সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়লেন দিতিপ্রিয়া। বন্ধ ফ্ল্যাটে পপকর্নের সঙ্গে খেলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সকলের প্রিয় 'রানি'। তবে শুধু ভিডিয়ো শেয়ার করাই নয়। এই ভিডিয়োর মাধ্যমে সকলকে বিশেষ বার্তাও দিয়েছেন দিতিপ্রিয়া রায়।

ভিডিয়ো শেয়ার করে দিতিপ্রিয়া লিখেছেন, ''পপকর্ন তো বেশ হাসিখুশি আছে। এই ভিডিয়োতে পপকর্নকে দেখে হয়ত আপনাদের বেশ ভালো লাগছে। তবে আপনাদের বাড়ির বাইরে এমন বহু কুকুর রয়েছে, যাঁরা ভালো নেই। লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে তাঁদের হয়ত খাবার জুটছে না। আমি আপনাদের সকলকে অনুরোধ করছি, তাঁদেরকে একটু একটু করে খাবার দিন, যাতে তাঁরা বেঁচে থাকতে পারে। পরিস্থিতি ভীষণই কঠিন।''

আরও পড়ুন-'রতন কাহারকে গানের রয়্যালটি দিতে চাই', বললেন বাদশা

প্রসঙ্গত, বাড়িতে গৃহবন্দি অবস্থায় কীভাবে সময় কাটাচ্ছেন, সম্প্রতি Zee ২৪ ঘণ্টা ডট কমকে শেয়ার করেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জানান, ছবি এঁকে, বন্ধুদের সঙ্গে ফোনে আড্ডা দিয়ে এবং প্রয়োজনে মা-কে সাহায্য করেই সময় কাটাচ্ছেন তিনি।

আরও পড়ুন-Exclusive হোম কোয়ারেন্টাইনে কীভাবে কাটছে 'রাণী রাসমণি' দিতিপ্রিয়ার?

.