Rahat Fateh Ali Khan | Bangladesh: বাংলাদেশের হাত শক্ত করছে পাকিস্তান! পদ্মাপারে ফ্রি-তে কনসার্ট রাহাতের...
Rahat Fateh Ali Khan Concert: ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন রাহাত ফতেহ আলি খান। আর এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অনেক।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অশান্ত বাংলাদেশেই কনসার্ট করবেন জনপ্রিয় সংগীতশিল্পী রাহাত ফতেহ আলি খান। জানা গিয়েছে, ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়াম মাতাবেন তিনি। আর এই কনসার্টে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে গাইবেন এই শিল্পী। ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ হয়েছে হাজারেরও বেশি মানুষ, আহত হয়েছেন অনেক। তাদের পরিবারের সহযোগিতা, আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য আয়োজিত হচ্ছে চ্যারিটি কনসার্ট। আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন 'স্পিরিটস অব জুলাই'।
এই কনসার্ট থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা 'জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ দান করা হবে। যেহেতু কনসার্টটির উদ্দেশ্য- আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে সহায়তার মহৎ কিছু, সেক্ষেত্রে আর্মি স্টেডিয়ামের সম্পূর্ণ ভাড়া মুকুব করা হয়েছে বলে জানিয়েছে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ড। কনসার্ট থেকে আয়কৃত যে পরিমাণ অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে প্রদান করা যেত, ভেন্যু ভাড়া মুকুব হওয়ায় তার চেয়ে বেশি অর্থ প্রদান করতে পারবে বলে আশা করছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। তারা এও বলেছেন, এক্ষেত্রে আমাদের উদ্যোগের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীরও বিশাল কন্ট্রিবিউশন যুক্ত হল, যা ভবিষ্যতে একটি মাইলফলক হিসেবে কাজ করবে বলে তাদের বিশ্বাস।
আরও পড়ুন:Kolkata Horrific Incident: হাড়হিম কলকাতা! ভ্যাটে উদ্ধার প্লাস্টিক জড়ানো মহিলার কাটা মুণ্ড...
এদিন অনুষ্ঠানে রাহাত ফাতেহ আলী ছাড়াও কনসার্টে পারফর্ম করবে দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, অ্যাশেজ, আফটারম্যাথ। আরও রয়েছেন র্যাপ সংগীতশিল্পী সেজান, হান্নান এবং সিলসিলা। এ ছাড়া অনুষ্ঠানে জুলাই বিপ্লবের গ্রাফিতি প্রদর্শনী ও মঞ্চনাটকও হবে। সংগীত ছাড়া কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লবসংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে। কনসার্ট থেকে টিকিট বিক্রির সব অর্থ শহীদ জুলাই স্মৃতি ফাউন্ডেশনে দান করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তরা। কনসার্টের টাইটেল স্পনসর হিসেবে থাকবে প্রাইম ব্যাংক।
প্রসঙ্গত, বাংলাদেশ-ভারত টানাপোড়েনের মধ্যে ওপার বাংলায় রমরমিয়ে কনসার্ট করছেন পাকিস্তানি শিল্পীরা। বিশেষ করে হাসিনা সরকারের পতনের পরই অশান্ত বাংলাদেশে তাঁদের অনুষ্ঠান ঘিরে যে হারে উন্মাদনা বেড়েছে। কিছুদিন আগেই ঢাকায় শো করে গিয়েছেন আতিফ আসলম। পাক গায়কের কনসার্ট ঘিরে সেদেশের শ্রোতা-অনুরাগীদের উন্মাদনা ছিল দেখার মতো। অন্যদিকে, রাহাত ফতেহ আলি খানের শোয়ের ভিআইপি টিকিটের দাম রাখা হয়েছে ১০ হাজার। অন্যদিকে বাকি টিকিটের দাম ৪-৫ হাজার।
আরও পড়ুন:Bangladesh: উত্তপ্ত বদলের বাংলাদেশ! অন্যদিকে হাড় কাঁপানো ঠান্ডায় কাঁপছে ওপার বাংলা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)