Allu Arjun arrested: স্ক্রিনিংয়ে পদপিষ্ট মহিলা! ঘটনায় গ্রেফতার অল্লু অর্জুন...
Allu Arjun | Pushpa 2: পুষ্পা-টু’-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু। পদপিষ্ট হওয়ার ঘটনায় দক্ষিণী সুপারস্টারকে গ্রেফতার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'পুষ্পা ২' ইতোমধ্যেই বক্সঅফিসে কাঁপিয়ে বেড়াচ্ছে। কিছুদিন আগেই জানা গিয়েছিল, 'পুষ্পা ২'-র স্ক্রিনিংয়ে পদপিষ্ট হয়ে প্রাণ হারান এক মহিলা। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি করানো হয় মৃতার নয় বছরের ছেলেকে। সেই ঘটনার খোদ ছবির নায়ক অল্লু অর্জুনের বিরুদ্ধেই মামলা দায়ের করে পুলিস। সেই ঘটনাতেই শুক্রবার সকালে এসসিপি-র নেতৃত্বে পুলিসের একটি দল অভিনেতার বাড়ি পৌঁছায়। নিজের বাড়ি থেকেই গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনাটি ঠিক কী? হায়দরাবাদে সন্ধ্যা থিয়েটারে স্কিনিংয়ে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমা। সাধারণ দর্শকদের সঙ্গে ছবি দেখতে হাজির ছিলেন ছবির নায়ক অল্লু অর্জুন। আচমকা অভিনেতাকে দেখে সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাস দ্বিগুণ বেড়ে যায়।রাত সাড়ে দশটা যখন অল্লু অর্জুন যখন পৌঁছন, তখন কার্যত হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পুলিসের তরফে চেষ্টা করা হলেও কিছুতেও সামলানো যাচ্ছিল না। তখনই ঘটে ভয়ংকর বিপত্তি।
পুলিস জানিয়েছে, 'আগাম খবর না দিয়েই প্রিমিয়ার শোতে এসেছিলেন অল্লু অর্জুন। ফলে প্রেক্ষাগৃহে বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি এমনই জায়গায় পৌঁছয় যে, জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেনি পুলিসও। হায়দরাবাদের পুলিস কমিশনার সিভি আনন্দ বলেছেন, 'তিনি যে থিয়েটারে আসছেন, সেই বিষয়ে থিয়েটার ম্যানেজমেন্ট বা অভিনেতার দলের পক্ষ থেকে কোনও তথ্য দেওয়া হয়নি'। জানান, 'অল্লু অর্জুন এবং তার দলের জন্য কোনও আলাদা প্রবেশ বা প্রস্থানের ব্যবস্থাও ছিল না। তাঁরা যে সেখানে আসছেন, থিয়েটার ম্যানেজমেন্ট তা আগে থেকে জানত'।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)