শামসুর রহমানের কবিতায় নিজের দেশের স্বাধীনতা দিবস উদযাপন মিথিলার

শামসুর রহমানের কবিতা আওড়ালেন বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

Edited By: রণিতা গোস্বামী | Updated By: Mar 26, 2020, 05:21 PM IST
শামসুর রহমানের কবিতায় নিজের দেশের স্বাধীনতা দিবস উদযাপন মিথিলার

নিজস্ব প্রতিবেদন: ''স্বাধীনতা তুমি / রবিঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান।/  স্বাধীনতা তুমি / কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টিসুখের উল্লাসে কাঁপা-/ স্বাধীনতা তুমি/  শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা/ স্বাধীনতা তুমি/ পতাকা-শোভিত শ্লোগান-মুখর ঝাঁঝালো মিছিল।''...২৬ মার্চ, ২০২০ নিজের দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে শামসুর রহমানের কবিতা আওড়ালেন বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা।

আরও পড়ুন-বিশ্বমহামারীর পরিস্থিতিতে শরীরচর্চার ভিডিয়ো পোস্ট করা বন্ধ করুন, বেজায় চটলেন ফারহা

২৬ মার্চ বৃহস্পতিবার, নিজের দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে টুইটার হ্যান্ডেলে কবিতাটি পোস্ট করেন মিথিলা।

২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসেই মুক্তি পাচ্ছে মিথিলা অভিনীত ওয়েব সিরিজ একাত্তর। এই ওয়েব সিরিজটি বাংলাদেশের পাশাপাশি ভারতের ডিজিটাল প্লাটফর্ম 'হইচই'এও দেখা যাবে। মিথিলা অভিনীত এটাই প্রথম ওয়েব সিরিজ যেটা দুই দেশে একই সঙ্গে মুক্তি পাচ্ছে। 'একাত্তর' পাক সাংবাদিক রুহির ভূমিকায় দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে।

আরও পড়ুন-'একাত্তর'এর প্রকৃত সত্য তুলে ধরতেই পাক সাংবাদিক আমি: রাফিয়াত রশিদ মিথিলা

এদিকে এই মুহূর্তে গোটা বিশ্বজুড়ে করোনা থাবা বসিয়েছে। করোনার প্রকোপ থেকে বাদ যায়নি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও। তারই মাঝে ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন করছেন বাংলাদেশবাসী। যদিও কঠিন পরিস্থিতিতে অন্যবারের মতো সাড়ম্বরে স্বাধীনতা দিবস উদযাপন করা হচ্ছে না। ভারতের মতো ওদেশের বেশিরভাগ মানুষ গৃহবন্দী অবস্থাতেই দিন কাটাচ্ছেন।

.